অন্য স্বাধীনতা, বাসে উঠলে টিকিট লাগবেনা মহিলাদের, কোথায় শুরু এই সুবিধা
এও এক স্বাধীনতা। মহিলাদের বাসে উঠলে আর টিকিট কাটতে হবেনা। ভোটে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। কোথায় শুরু হল এই সুবিধা।

নারী শক্তিকে সম্মান জানিয়ে এক অন্য স্বাধীনতার কথা ঘোষণা হল স্বাধীনতা দিবসের দিন। যেখানে বলা হল মহিলাদের আর বাসে উঠলে টিকিট লাগবেনা। তবে সে বাস বেসরকারি হলে হবেনা। সরকারি বাসেই মিলবে এই সুবিধা। কেবল হাতেগোনা কয়েকটি বাস ছাড়া।
অন্ধ্রপ্রদেশে ভোটের আগে টিডিপি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে সে রাজ্যের মহিলাদের আর ভাসের ভাড়া গুনতে হবেনা। ক্ষমতায় আসার পর স্বাধীনতা দিবসকে বেছে নিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
স্বাধীনতা দিবসের দিন তিনি বিজয়ওয়াড়া শহরে বাসে চড়ে আনুষ্ঠানিকভাবে এই সুবিধা চালু করে দিলেন। যে সুবিধা অন্ধ্রপ্রদেশের সব মহিলা উপভোগ করতে পারবেন।
‘স্ত্রী শক্তি স্কিম’ নামে এই প্রকল্পের আওতায় সে রাজ্যের ২ কোটি ৬২ লক্ষ মহিলা উপকৃত হবেন। রাজ্যের সরকারি বাসের ৫টি ধরনের বাসেই এই সুবিধা পাওয়া যাবে। কেবল এই সুবিধা মহিলারা পাবেন না ননস্টপ, সুপার লাক্সারি, এসি বাস এবং পাহাড়ি এলাকায় যে বাস চলে সেসব বাসে।
এছাড়া সব সরকারি বাসেই এই সুবিধা পাবেন মহিলারা। কেবল কন্ডাক্টরকে দেখাতে হবে ভোটার আইকার্ড, আধার কার্ড, রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনও একটি পরিচয়পত্র।
যা প্রমাণ করবে তিনি অন্ধ্রপ্রদেশেরই বাসিন্দা। দেশের সব রাজ্যের মহিলারাই এই সুবিধা পেতে চাইবেন। তবে তা নির্ভর করবে সে রাজ্যের সরকারের ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা