National

সন্তানসম্ভবা স্ত্রীর জন্য ১ কোটি টাকার ওপর বেতনের চাকরি ছেড়ে দিলেন এক ব্যক্তি

তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তাই তিনি তাঁর ১ কোটি টাকারও বেশি অঙ্কের মাইনের চাকরি ছেড়ে দিলেন। বাবা মাকে নিয়ে এলেন বাড়িতে।

যখন একটা ভাল চাকরি পাওয়া, সম্মানজনক অর্থ উপার্জন করা ভারতের মত দেশে বহু যুবক যুবতীর স্বপ্ন, সেই লক্ষ্য পূরণে তাঁরা রাতদিন এক করে পরিশ্রম করছেন, সেখানে এক ব্যক্তি সমাজ মাধ্যমে দাবি করলেন যে তিনি তাঁর বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা মাইনের চাকরি ছেড়ে দিয়েছেন।

আর তার জন্য তাঁর মধ্যে কোনও অনুশোচনা নেই। জয়নগরে তাঁর নিজের বাড়ি থেকেই তিনি কাজ করছিলেন। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা ছিল তাঁর। নিশ্চিন্তে ১ কোটি ২০ লক্ষ টাকা রোজগার করছিলেন।

এরমধ্যই তাঁর স্ত্রী সন্তানসম্ভবা হন। তিনি প্রথমে স্ত্রীকেই চাকরি ছাড়ার কথা বলেন। কিন্তু তাঁর স্ত্রী কাজের সময় কমাতে চাইলেও চাকরি ছাড়তে চাননি। এটা জানার পর তিনিই চাকরি ছেড়ে দেন।


কারণ তিনি চান জীবনের এই সময়টা তারিয়ে উপভোগ করতে।‌ স্ত্রীকে সময় দিতে। বাড়িটা সামলাতে। স্ত্রীকে নিয়ে হাঁটতে যেতে। জীবনে এই বাবা মা হওয়ার মুহুর্তের অনুভূতিটা উপভোগ করতে যাতে যথেষ্ট সময় তিনি পান, সেজন্য চাকরিটা অবলীলায় ছেড়ে দিয়েছেন তিনি।

তিনি তাঁর বাবামাকেও বাড়িতে নিয়ে এসে এই সময় রেখেছেন। যাতে পরিবারের মধ্যে থেকে সন্তান আসার এই দিনগোনাটা মনের মত করে কাটাতে পারেন।

ওই ব্যক্তি এটাও জানিয়েছেন তিনি একজন কলেজ ড্রপ আউট। তারপর মাত্র ৭ বছরের মধ্যে তিনি নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন।

অনেকেই রেডিট নামে সমাজ মাধ্যমে তাঁর কথা পড়ার পর তাঁকে ভাগ্যবান বলে ব্যাখ্যা করেছেন। তিনি এমন চাকরি ছাড়তে পারলেও অধিকাংশের পক্ষেই সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *