দেড় কিলোমিটারের ঐতিহাসিক তিরঙ্গা, স্কুল ছাত্রদের স্বদেশ প্রেমে মুখরিত রাজপথ
এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রার সাক্ষী হল দেশ। এমন তিরঙ্গা এর আগে দেখা যায়নি। সেদিক থেকে ইতিহাস তৈরি করল স্কুল ছাত্রদের দেশপ্রেম।

ভারতের জাতীয় পতাকা উড়ছে হাতে হাতে। হাজার মানুষের কণ্ঠে তখন স্বদেশপ্রেমের গান। জাতীয়তাবোধে উজ্জীবিত নানা স্লোগান। সব মিলিয়ে পরিবেশটাই গিয়েছিল বদলে। গোটা এলাকা জুড়ে দেশের জন্য গর্ব আর আবেগ আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল।
এমনই অভিনব উদ্যোগের সাক্ষী রইল জম্মু কাশ্মীরের ডোডা জেলা। যেখানে সরকারি বেসরকারি স্কুলের সকল ছাত্রছাত্রী, সরকারি আধিকারিক থেকে কর্মী, সমাজকর্মী, সাংবাদিক থেকে সাধারণ মানুষ সকলেই শামিল হলেন এক তিরঙ্গা যাত্রায়।
যে যাত্রার আরও বড় আকর্ষণ ছিল খোদ তিরঙ্গা। দেশের জাতীয় পতাকা। ১ হাজার ৫০৮ মিটার লম্বা এক তিরঙ্গা সকলের হাতে হাতে রাস্তার ধার ধরে বহু দূর পর্যন্ত পৌঁছল। উপর থেকে যা দেখে যে কোনও ভারতীয়ের গর্বে বুক ফুলে উঠবেই।
ডোডায় স্বাগত লেখা দরজা থেকে শুরু করে এই তিরঙ্গা যাত্রা শেষ হয় কমিউনিটি হলে। রাস্তা জুড়ে অগণিত মানুষ পথে নামেন। ঐক্য ও জাতীয়তাবোধের এই অনন্য উদাহরণ তৈরি করল এই অপরূপ উদ্যোগ।
স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন এমন এক আয়োজন হয়ে রইল যা বহুকাল মানুষের মনে থেকে যাবে। রাস্তায় স্থানীয় শিল্পীরা তাঁদের মত করে আরও সুন্দর করে তোলেন এই তিরঙ্গা যাত্রা।
নাচ, গানে মুখরিত হয় ডোডা। পরে কমিউনিটি হলেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা দেশের সব প্রান্তকে যেন জুড়ে দিল উপত্যকার ডোডায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা