National

বাসস্টপে থাকবে ডিজিটাল বোর্ড, বাস কোথায়, কখন আসবে সব দেখা যাবে সেখানে

দেশের অন্যতম শহরে শুরু হচ্ছে ডিজিটাল বাস অ্যারাইভাল ডিসপ্লে বোর্ডস। যেখানে বিভিন্ন রুটের বাস কোথায় রয়েছে, কখন আসবে, সব দেখা যেতে থাকবে।

এক অভিনব উদ্যোগ। আধুনিকতার সঙ্গে পা মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমজনতার পাশে থাকার এক প্রচেষ্টা। যা অতিপ্রয়োজনীয়। সাধারণ মানুষকে সারাদিনে সড়কপথে কোনও গন্তব্যে পৌঁছনোর জন্য বাসের ওপর নির্ভর করতে হয়।

বাস আমজনতার দৈনন্দিন জীবনে এক লাইফ লাইনের কাজ করে। অনেক সময়ই একটি বিশেষ রুটের বাস ধরার জন্য যাত্রীদের ঠায় বাসস্টপে অপেক্ষা করতে দেখা যায়। কারণ তাঁরা জানতেই পারেননা তাঁদের প্রয়োজনীয় বাসটি তখন ঠিক কোথায় রয়েছে। কতক্ষণে আসতে পারবে।

এবার সেই অন্ধকারে থাকার দিন শেষ হতে চলেছে ভারতের অন্যতম শহর চেন্নাইতে। চেন্নাই শহরের ৬১৬টি বাসস্টপে এবার রাখা থাকবে ডিজিটাল বাস অ্যারাইভাল ডিসপ্লে বোর্ড।


যেখানে ২ লাইন, ৪ লাইন বা ১০ লাইনে বিভিন্ন রুটের বাসের সম্বন্ধে খবর দেওয়া হতে থাকবে। একদম যেমন রেলস্টেশনে দেখতে পাওয়া যায়, ঠিক তেমন।

ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম নামে উদ্যোগের হাত ধরেই এই অতি প্রয়োজনীয় পরিষেবা চালু হচ্ছে চেন্নাই শহরে। আগামী মাস থেকেই এই পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা।

এক্ষেত্রে তাঁর প্রয়োজনীয় বাসটি ঠিক তখন কোথায় রয়েছে, কতক্ষণে ওই বাসস্টপে পৌঁছবে তা পরিস্কার দেখতে পাবেন মানুষজন। ২৬০০টি বাসে অটোমেটিক ভেহিকল লোকেশন ডিভাইস লাগানো থাকবে। যা বাসটির অবস্থান সম্বন্ধে রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে।

এই উদ্যোগ যে কোনও শহরেই প্রয়োজনীয়। চেন্নাইয়ের হাত ধরে এবার কি তবে দেশের অন্য শহরগুলিতেও এই পরিষেবা চালু হবে? এই প্রশ্ন এখন সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *