National

বিহারের বাসিন্দা দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার চেষ্টা

বিহারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করাকে কেন্দ্র করে আজব সব উদাহরণ সামনে আসছে। তারই সাম্প্রতিকতম উদাহরণ হল ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করার চেষ্টা।

বিহারে ইলেক্টোরাল রোল-এর স্পেশাল ইনটেনসিভ রিভিশন-কে সামনে রেখে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। সেখানেই একের পর এক আজব ঘটনা সামনে আসছে।

কুত্তা বাবু নামে এক কুকুরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ঘটনা ঠান্ডা হওয়ার আগেই এবার সামনে এল ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করার চেষ্টার ঘটনা। যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাবার নামও রয়েছে।

দেখানোর চেষ্টা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিহারের বাসিন্দা। অনলাইন আবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। তাঁকে বিহারের সমস্তিপুর জেলার পাটোরি সাব ডিভিশনের মোহিউদ্দিন নগরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে আবেদনে।


এই আবেদনের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের সরকারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসস্থানের শংসাপত্র পাওয়ার চেষ্টা নজর কেড়েছে। যদিও এই আবেদন নজরে পড়ার পরই তা বাতিল করা হয়েছে।

বাতিলের আগে খতিয়ে দেখা হয়েছে তথ্য। যেখানে আধার নম্বর থেকে শুরু করে ঠিকানা সবই ভুয়ো ছিল। ফলে এই আবেদনে কোনও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়নি। সেই সঙ্গে একটি এফআইআর দায়ের করা হয়েছে যিনি আবেদন করেছেন তাঁর বিরুদ্ধে।

তবে ওই ব্যক্তি কে তা পরিস্কার করে জানতে পারেনি পুলিশ। পুলিশের তরফ থেকে খোঁজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারিতে ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে কালিমালিপ্ত করার জন্যই এসব করা হচ্ছে বলে দাবি করেছেন বিহারের প্রশাসনিক কর্তারা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *