৭ রাজ্যের একাধিক নদী দৈত্যের রূপ নিয়েছে, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও
দেশের ৭টি রাজ্যের বেশ কয়েকটি নদীর চেহারা দেখে হাড় হিম হয়ে যেতে পারে। এই ৭ রাজ্যের একটি পশ্চিমবঙ্গ। একটানা বৃষ্টি এই পরিস্থিতি সৃষ্টি করছে।

বৃষ্টি এবার ভারতজুড়েই প্রবলভাবে হচ্ছে। এরমধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে ৭টি রাজ্য। কারণ এই ৭ রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদীগুলি যেভাবে ফুঁসছে তাতে বহু মানুষের জীবন সংশয় রয়েছে।
নিচু এলাকায় বসবাসকারীদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। নদী ফুঁসতে থাকায় সংলগ্ন এলাকা বানভাসি চেহারা নিচ্ছে। যে ৭টি রাজ্যের এই অবস্থা তার একটি পশ্চিমবঙ্গ। বাকি ৬টি রাজ্য হল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং অসম।
উত্তরাখণ্ডে অলকানন্দা, ভাগীরথী এবং মন্দাকিনী, এই ৩টি নদী সবচেয়ে ভয়ংকর চেহারা নিয়েছে। বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে এগুলি। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর পিথোরাগড়, দেরাদুন, উধম সিং নগর, পৌরি গাড়োয়াল, নৈনিতালের মত জায়গাগুলিতে অতিপ্রবল বৃষ্টি চলবে।
ফলে নদীগুলি আরও ভয়ংকর রূপ নিতে চলেছে আগামী দিনে বলে মনে করা হচ্ছে। যা পাহাড়ের বিভিন্ন গ্রাম ও শহরের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা তার ভয়ংকর রূপ ধরেছে। বিহারের পাটনা, ভাগলপুর, বক্সার, বৈশালী, ভোজপুর সহ ২০টি স্থানে গঙ্গা তার তাণ্ডব রূপ ধারণ করেছে। এছাড়া বিহারের শোন, কোশি, বুড়ি গণ্ডক, বাগমতি, গণ্ডক সহ নদীগুলি ফুঁসছে। আশপাশের এলাকা প্লাবিত করছে।
মধ্যপ্রদেশে পৈসুনি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। চিত্রকূট শহরের অনেক জায়গা ভাসিয়ে দিয়েছে এই নদীর কুল ছাপিয়ে ছড়িয়ে পড়া জলরাশি। পশ্চিমবঙ্গের উত্তরভাগের নদীগুলি ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে।
একই পরিস্থিতি অসমের। বুড়ি দিহিং, ঘোরমুরা, কাটাখাল-এর মত নদীগুলির আশপাশে বসবাসকারী অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা