National

বাড়ির সামনে বন্যার জল, পুজো দিয়ে সেই জলেই ছাদ থেকে লাফ দিয়ে সাঁতার

বাড়ির সামনে রাস্তা বলে কিছু নেই। শুধু জল আর জল। সেই জলকেই পুজো দিয়ে বাড়ির ছাদ থেকে লাফ দিলেন পুলিশ আধিকারিক। বন্যার জলে কাটলেন চুটিয়ে সাঁতার।

Published by
News Desk

তাঁর বাড়ির সামনে আর কিছুই দেখা যাচ্ছেনা। শুধু জল আর জল। বাড়ির সদর দরজা খুলে সেই বন্যার জলকেই দুধ দিয়ে, ফুল দিয়ে পুজো দিলেন এক পুলিশ আধিকারিক। মা গঙ্গা রূপে সেই জলকে পুজো দিয়ে তারপর নিজের বাড়ির ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালেন।

সঙ্গে পরিবারের কয়েকজনও ছিলেন। সেই কার্নিশ থেকে সটান লাফ দিলেন বাড়ির সামনে বন্যার জমা জলে। তারপর সেই জলেই চুটিয়ে সাঁতার কাটলেন তিনি। এ দৃশ্য এখন সোশ্যাল সাইটে দেখার পর তা হুহু করে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

ওই ব্যক্তির নাম চন্দ্রদীপ নিষাদ। পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ওই ব্যক্তি একজন ভাল সাঁতারুও। থাকেন প্রয়াগরাজে। প্রয়াগরাজের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার জলই উপচে এখন শহরের অনেকটাই বানভাসি। পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। ফলে জল নামার সুযোগ পাচ্ছেনা। বাড়িগুলি দেখা যাচ্ছে। আর তার সব দিকে জল। রাস্তাঘাট বলে কিছু নেই। সবই জলের নিচে হারিয়ে গেছে।

চন্দ্রদীপ নিষাদ-এর মতে, গঙ্গা তাঁর বাড়ির দরজায় এসেছেন। তাই তিনি সেই বানভাসি জলকেই দুধ ও ফুল দিয়ে পুজো করছেন। তারপর সেই জলেই সাঁতার কাটছেন।

এখন এই বন্যার জলই তাঁর সুইমিং পুলে রূপান্তরিত হয়েছে। তিনি একা নন, বাড়ির অন্য সদস্যদেরও সঙ্গে নিচ্ছেন এই নির্মল আনন্দে সাঁতার কাটায়।

Share
Published by
News Desk