হড়পা বানে ভেসে গেল বিখ্যাত পর্যটনকেন্দ্রের হোটেল, বাড়ি, অনেকের খোঁজ নেই
মেঘ ভাঙা বৃষ্টি ডেকে আনে হড়পা বান। যা এমন এক পরিস্থিতির সৃষ্টি করল যা কেড়ে নিল প্রাণ। বহু মানুষ ভেসে গেলেন। ভেসে গেল হোটেল, বাড়ি।

ভারতজুড়েই এবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টিতে জেরবার পাহাড়। হিমালয়ে ঘেরা উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে এর আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার নতুন বিপত্তি।
উত্তরকাশী হল উত্তরাখণ্ডের অন্যতম পর্যটনকেন্দ্র। যাকে কেন্দ্র করে আবার গঙ্গোত্রী সহ নানা দিকে বেড়াতে যান পর্যটকেরা। সেই উত্তরকাশীর হর্ষিল এলাকার ক্ষীর গঙ্গা নদীর কাছে রয়েছে ধারালি গ্রাম।
পাহাড়ের কোলে সেই গ্রামে রয়েছে অনেক বসত বাড়ি। রয়েছে কয়েকটি হোটেলও। তারই কাছে পাহাড়ে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। যা আচমকাই প্রবল জলস্রোতের হড়পা বানের জন্ম দেয়। সেই হড়পা বান পাহাড়ের ঢাল বেয়ে তাণ্ডব গতিতে নেমে আসে। ঝাঁপিয়ে পড়ে সাজানো গ্রামটার ওপর।
নিমেষে গুঁড়িয়ে যেতে থাকে গ্রামের একের পর এক বাড়ি, হোটেল। কিছু বুঝে ওঠার আগেই বিপুল জলরাশি দানবীয় চেহারা নিয়ে ছুটে আসে। একটা গ্রামকে কার্যত তার সঙ্গেই নিয়ে যায় ওই হড়পা বান।
প্রাথমিক হিসাব বলছে এখনও পর্যন্ত ৪ জনের প্রাণ গেছে। ৫০ জনের ওপর মানুষের কোনও খোঁজ নেই। আরও মানুষ বাড়িঘরের স্তূপের তলায় আটকে থাকতে পারেন।
একটি গ্রামকে তছনছ করার পর আশপাশের আরও কয়েকটি গ্রামেও হানা দেয় এই হড়পা বানের জলরাশি। যা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি হয়। হড়পা বানের তাণ্ডবের পরপরই সেখানে উদ্ধারকাজ শুরু হয়। আপাতত উদ্ধারকাজের দিকে নজর রাখছে প্রশাসন।