বালির তলায় হরপ্পা সভ্যতার নিদর্শন বদলে দিল সিন্ধু সভ্যতার মানচিত্র
সিন্ধু সভ্যতা সম্বন্ধে একটা ধারনা রয়েছে বিশেষজ্ঞদের। এবার এমন এক জায়গায় বালির তলায় তার নিদর্শন পাওয়া গেল যে সিন্ধু সভ্যতার মানচিত্রটাই বদলে গেল।

সিন্ধু সভ্যতা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল, কোথায় কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে তার একটা ধারনা বিশেষজ্ঞদের রয়েছে। কিন্তু এবার যেখানে হরপ্পার নিদর্শন পাওয়া গেল সেখানে যে কখনও তা পাওয়া যেতে পারে তা হয়তো ভাবতেও পারেননি তাঁরা।
হরপ্পা সভ্যতার নিদর্শন উত্তর রাজস্থানের পালিবাঙ্গা নামে জায়গায় সবচেয়ে বেশি পাওয়া গিয়েছিল। কিন্তু এবার হরপ্পার নিদর্শন জয়সলমীর জেলার রাতাদিয়া রি ধেরি নামে জায়গায় পাওয়া গিয়েছে। যা এককথায় এক জনমানুষ হীন অঞ্চল।
শুকনো, গরম, বালির প্রান্তর ছাড়া এখানে কিছু নেই। রাজস্থানের সেই শুষ্ক প্রান্তরের মাঝে হরপ্পা সভ্যতার নিদর্শন এই প্রথম পাওয়া গেল। থর মরুভূমির ধুধু প্রান্তরে পাওয়া এই নিদর্শন হরপ্পা সভ্যতা সম্বন্ধে ধারনা এবং সিন্ধু সভ্যতার মানচিত্র বদলে দিল।
এক ইতিহাসের অধ্যাপক এবং এক স্থানীয় ব্যক্তির যৌথ চেষ্টায় এখানে বালির তলা থেকে অনেক লালচে নানা মাপের পাত্র পাওয়া গিয়েছে। পাওয়া গেছে পাথরের তৈরি জিনিস। এছাড়া মাটির এবং শাঁখের চুড়ি পাওয়া গিয়েছে এখানে।
পাওয়া গিয়েছে টেরাকোটার জিনিসপত্রও। আর পাওয়া গিয়েছে অনেকগুলি পাথরের সরঞ্জাম। যেগুলি প্রত্যেকটিই হরপ্পা সভ্যতার সময় ব্যবহার হত বলে নিশ্চিত করছেন বিশেষজ্ঞেরা।
প্রায় সাড়ে ৪ হাজার বছর পুরনো এক সভ্যতার এই নিদর্শন হাতে পাওয়ার পর হরপ্পা সভ্যতার বিস্তৃতি যে রাজস্থানের থর মরুভূমির মাঝেও ছিল তা পরিস্কার হয়েছে। ফলে সিন্ধু সভ্যতার চেনা মানচিত্রে বদল পরিস্কার হয়েছে।