National

পায়রাদের পেট ভরাতে গিয়ে আইন ভাঙলেন এক ব্যক্তি, খুঁজছে পুলিশ

পায়রাদের পেট ভরাতে স্কুটারে করে এসেছিলেন। সেটা জানার পর থেকেই ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Published by
News Desk

সকাল ৬টা ৫০ মিনিটে একটি স্কুটার এসে থামে কবুতরখানার সামনে। স্কুটার থেকে নামেন এক ব্যক্তি। তারপর সঙ্গে থাকা দানা শস্য ছড়িয়ে দেন চারধারে। খাবার দেখে উড়ে আসে অগুন্তি পায়রা। তারা সেগুলি খেয়ে পেটও ভরায়।

ওই ব্যক্তি এরপর সেই স্কুটারে করেই সেখান থেকে চলে যান। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে ধরা পড়েছে তাঁর স্কুটারের নম্বর প্লেট। ফলে সেটা বোঝা মুশকিল হচ্ছে পুলিশের পক্ষে।

তবে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। এই প্রথম মুম্বইতে পায়রাদের খাওয়ানোর জন্য এফআইআর দায়ের হল কারও বিরুদ্ধে।

ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পায়রাদের এভাবে কোনও সাধারণের চলাফেরার জায়গা বা হেরিটেজ স্থানে খাবার খাওয়ানো যাবেনা। কারণ তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি ডেকে আনছে।

খাবার দেখলেই পায়রারা একসঙ্গে প্রচুর সংখ্যায় এক জায়গায় হাজির হচ্ছে। যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এতে বাড়ে। তাই আইনতই এটা করা যায়না।

কিন্তু ওই ব্যক্তি তার পরেও মুম্বই শহরের কবুতরখানা হিসাবে পরিচিত রাস্তার মাঝখানে থাকা একটি চাতালে এভাবে দানা শস্য ছড়িয়ে পায়রাদের খাওয়ানোয় তাঁর বিরুদ্ধে আইন মেনেই মামলা রুজু করেছে পুলিশ।

এতে যদি অন্যদের হুঁশ ফেরে সেটাই চাইছে প্রশাসন। চিকিৎসকেরাও এভাবে পায়রাদের খাওয়ানোর বিপক্ষে মত প্রকাশ করে যাঁরা এমন চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk