ডগ বাবু নামে কুকুরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিকানা সহ নাম রয়েছে মাতা পিতারও
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোনও ব্যক্তি কোথাকার স্থায়ী বাসিন্দা তার প্রমাণ। যা এবার একটি কুকুরের নামেও বেরিয়ে গেল। তাও আবার তার বাবা মায়ের নাম সমেত।

কুকুরের নাম ‘ডগ বাবু’। যে বিহারের মসৌড়ি এলাকার বাসিন্দা সে। কাউলিচক ওয়ার্ড নম্বর ১৫ তার ঠিকানা। তার বাবার নাম ‘কুত্তা বাবু’। মায়ের নাম ‘কুতিয়া দেবী’। ডগ বাবু একটি কুকুর যাকে এখন চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
যার নামে এভাবেই একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে গেল প্রশাসনিক স্তর থেকে। বিহারে ভোটের মুখে এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ধুম। সেই তালিকায় এবার একটি কুকুর!
মানুষের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এটার মধ্যে কোনও ভুল নেই। তা বলে একটি কুকুরের নামেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আলোড়ন সৃষ্টি হয়। এটা কীভাবে সম্ভব হল তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে।
বিষয়টি প্রশাসনিক স্তরেও নজরে পড়ে। তারপরই শুরু হয় খোঁজখবর। কারা এর সঙ্গে জড়িত তাঁদের খুঁজে কড়া ব্যবস্থা গ্রহণের পথে হাঁটেন প্রশাসনিক কর্তারা।
প্রশ্ন হল এই সার্টিফিকেটে তো ছবিও যায়। সেখানে একটি কুকুরের ছবিও রয়েছে। তখনও এই সার্টিফিকেট ইস্যু করার সময় বিষয়টি নজর কাড়ল না কারও? সে প্রশ্নও উঠছে।
সার্টিফিকেটটি নজরে আসার পড়ে তা বাতিল করা হয়েছে। কিন্তু এমন সার্টিফিকেট ইস্যু হয় কীভাবে সেটাই কারও কাছে পরিস্কার নয়। অনেকেই এই নিয়ে হাসি ঠাট্টা করেছেন ইন্টারনেটে।
স্বভাবতই মুখ পুড়েছে বিহার প্রশাসনের। এমন কাণ্ড প্রশাসনের চোখের সামনে হয়ে যায়, অথচ কারও চোখেই পড়েনা? এটা দেখেই অবাক সকলে।