গ্রাম রক্ষায় ইচ্ছুকদের বেছে নেবে পুলিশ, নির্বাচিত হলে কাজ পাবেন, টাকা পাবেন না
মরুরাজ্যের পুলিশ গ্রাম রক্ষার জন্য ফর্ম বিলি শুরু করল। ইচ্ছুকরা ফর্ম ভরে আবেদন করতে পারেন। নির্বাচিত হলে কাজও পাবেন। তবে কোনও পারিশ্রমিক পাবেন না।

গ্রামগুলিকে আরও সুরক্ষা প্রদান করতে হবে। গ্রামের মানুষের সমস্যা বুঝে তা পুলিশের কাছে জানাতে হবে। গ্রামগুলিকে আরও বন্ধনে বাঁধতে হবে। আবার গ্রামে কোনও অপরাধের কথা পুলিশের কানে তুলবেন এঁরাই। এঁরা পরিচিত হবেন ‘গ্রাম রক্ষক’ হিসাবে।
খোদ পুলিশ থেকে তাঁদের নির্বাচিত করে গ্রাম রক্ষকের কাজ প্রদান করা হবে। এজন্য ফর্ম বিলি শুরু করল রাজস্থান পুলিশ। রাজস্থানের গ্রামগুলির সুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে এই বন্দোবস্ত।
গ্রাম রক্ষক হতে চাইলে বয়স হতে হবে ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে। অষ্টম শ্রেণি পাশ হতে হবে। যে গ্রামের গ্রাম রক্ষক হতে চান তাঁকে সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে।
এসব শর্ত মাথায় রেখে কেউ যদি কাজ করতে চান তাহলে সংশ্লিষ্ট থানা থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে পুলিশের কাছে জমা দিতে হবে। তারপর তাঁদের বেছে নেবে পুলিশই।
তবে এই কাজের একটা আজব দিক আছে। এই কাজে ফর্ম পূরণ করে কাজ পেতে হবে ঠিকই, তবে কাজ পেলেও এজন্য কোনও পারিশ্রমিক গ্রাম রক্ষকরা পাবেন না। মানে সহজ কথায় তাঁদের বিনা পয়সায় কাজ করতে হবে।
গ্রাম রক্ষকরা হবেন পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে একটা সেতুর মতন। গ্রামের সব খুঁটিনাটি জানা ও সমস্যা হলে সেগুলির কীভাবে সমাধান হতে পারে বা গ্রামবাসীরা সেগুলির কেমন সমাধান চাইছেন তা পুলিশের কাছে পৌঁছে দেওয়া গ্রাম রক্ষকদের একটা বড় কাজ।
সেই সঙ্গে গ্রামে কোনও অপরাধ হলে তা পুলিশের কানে তুলে দেওয়াও গ্রাম রক্ষকদেরই কাজ। এই নতুন ভাবনা দেশের অন্যান্য প্রান্তেও কী ছড়িয়ে পড়বে? উত্তরটা সময় দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা