হোটেলের ঘরে পরকীয়া, খাট থেকে পোশাকহীন অবস্থায় লাফ দিয়ে রাস্তা দিয়ে ছুটলেন প্রেমিক
শরীরে একটুও পোশাক নেই। সেই অবস্থাতেই হোটেলের রুম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড় লাগালেন প্রেমিক। দেখে আঁতকে উঠলেন পথচলতি মানুষ।

তাঁর স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে। একথা কানে আসে এক ব্যক্তির। তিনি তারপর থেকেই তক্কে তক্কে ছিলেন। একেবারে হাতেনাতে ধরার সুযোগ খুঁজছিলেন তিনি। পেয়েও যান।
ওই ব্যক্তি খবর পান তাঁর স্ত্রী প্রেমিকের সঙ্গে একটি হোটেলের ঘরে রয়েছেন। জানতে পেরেই স্বামী গিয়ে হাজির হন সেই হোটেলে। হোটেলের কর্মচারিদের দিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিক যে ঘরে ছিলেন সেই ঘরটি খোলান।
ঘরে তখন খাটে দুজন অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় ছিলেন। স্বামীকে হোটেলের ঘরে দেখে ওই অবস্থাতেই খাট থেকে নেমে মহিলা ছুটে বাথরুমে ঢুকে পড়েন। প্রেমিককে ধরে ফেলেন মহিলার স্বামী। মারতেও শুরু করেন।
ওই ব্যক্তির গায়ে এতটুকু পোশাক ছিলনা। কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে নেন তিনি। তারপর ছুট লাগান। হোটেলের ঘর থেকে বেরিয়ে করিডরে। তারপর সেখান থেকে সকলের হাত ছাড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন ওই ব্যক্তি।
মার খাওয়ার ভয়ে শরীর ঢাকার জন্য সামান্য কোনও কাপড়ের টুকরোও নেওয়ার সময় ছিলনা তাঁর হাতে। সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় তিনি হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটতে থাকেন।
একজন যুবককে এই অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষ। এদিকে ওই ব্যক্তি বেশ কিছুটা ওভাবেই ছুটে যান। তারপর একটি জমির মধ্যে গা ঢাকা দেন।
ওই মহিলা অবশ্য এরপর তাঁর সেই প্রেমিকের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন ওই যুবক। সেসব ছবিও তোলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। ঘটনাটি নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বেশ আলোড়ন ফেলে দিয়েছে।