National

কাঁঠাল খাওয়ার জের, বাস চালাতে দেওয়া হল না চালকদের

কাঁঠালের মত একটি সুস্বাদু ফল কয়েকজন বাসচালকের জন্য দুঃস্বপ্নের সময় উপহার দিল। তাঁদের বাস চালাতেই দেওয়া হল না। ফেল করলেন বিশেষ পরীক্ষায়।

Published by
News Desk

কাঁঠাল বেশ সুস্বাদু ফল। বছরের এই সময়টায় কাঁঠাল পাকে। অনেকেই কাঁঠাল খেতে পছন্দও করেন। কিন্তু সেই কাঁঠাল যে কয়েকজন সরকারি বাসের চালককে এমন অবস্থায় ফেলে দেবে তা তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি।

সরকারি বাসের কয়েকজন চালক রাতে ডিপোতেই ছিলেন। সকালে বাস নিয়ে রুটে বার হতে যান। সেই সময় তাঁদের একটি পরীক্ষা দিতে হয়। মদ্যপান করেছেন কিনা সেই পরীক্ষা। তাঁরা নিশ্চিন্তেই এই রুটিন পরীক্ষা দেন। কিন্তু তার ফল দেখে তাঁরাই হতবাক।

যন্ত্র দেখাচ্ছে তাঁরা নির্দিষ্ট সীমার বাইরে মদ্যপান করে আছেন। কোথায় মদ্যপান! চালকরা পরিস্কার জানান তাঁরা কেউই মদ্যপান করেননি। তা সত্ত্বেও কীভাবে এই ফল আসতে পারে!

তাঁদের কথা শুনে জিজ্ঞেস করা হয় তাঁরা কি খেয়েছিলেন। তাতে একজন জানান তাঁদেরই এক সহকর্মীর আনা কাঁঠাল খেয়েছিলেন তাঁরা। কিন্তু কাঁঠাল তো ফল। তা খেলে মদ্যপান করেছেন কীভাবে প্রমাণ হয়? তাঁরা কি আদৌ সত্যি বলছেন?

এটা জানার জন্য কেরালার পাথানামথিত্তা-র ওই বাস ডিপোর আধিকারিকরা এমন একজনকে ডেকে পাঠান যিনি কাঁঠাল খাননি। মদ্যপানও করেননি। তাঁর প্রথমে একটি পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি মদ্যপান করেননি বলেই দেখাচ্ছে যন্ত্র।

এরপর তাঁকে কয়েকটি কাঁঠাল খেতে দেওয়া হয়। কাঁঠাল খাওয়ার কিছুক্ষণ পর তাঁর ফের পরীক্ষা হয়। পরীক্ষার ফল দেখে আশ্চর্য হয়ে যান সকলে। দেখা যায় তাঁর শরীরে মদ্যপানের মাত্রা মাত্রা ছাড়িয়েছে।

এরপরই সকলের কাছে পরিস্কার হয়ে যায় ওই বাসচালকরা ঠিকই বলছিলেন। তাঁরা মদ্যপান করেননি। স্রেফ কাঁঠাল খাওয়ায় যন্ত্র তাঁদের দেহে মাত্রাতিরিক্ত মদ্যপানের অস্তিত্ব নিশ্চিত করছে।

Share
Published by
News Desk