সবার চোখে ধুলো দিয়ে আস্ত বাস নিয়ে পালিয়ে গেল চোর
সকলের চোখে ধুলো দিয়ে একটা বিশাল বাস নিয়ে পালিয়ে গেল চোর। তাও আবার সরকারি বাস। যার চালক নিজেও এই ঘটনায় হতবাক।

সরকারি বাস তার রুটে সারাদিন ব্যস্ত থাকে। আর রাত নামলে ডিপোয় ফিরে যায়। চালক বাস ডিপোয় রেখে পরদিন সকালে ডিউটি থাকলে ডিপোরই বিশ্রাম কক্ষে গিয়ে একটু ঘুমিয়ে নেন। এক্ষেত্রে ঠিক তাই হয়েছিল।
চালক বাসটিকে রাতে ডিপোয় পার্ক করেন। তারপর বিশ্রামকক্ষে চলে যান। ভোরে ফের সেই বাস নিয়ে রুটে বেরিয়ে পড়ার কথা তাঁর। সেইমত তিনি বাসটির কাছে পৌঁছন। কিন্তু যেখানে বাসটি পার্ক করেছিলেন, সেখানে তিনি বাসটির দেখা পাননি।
ডিপোর সব দিক ভাল করে খতিয়ে দেখেন ওই বাসচালক। কোথাও তাঁর আগের রাতে পার্ক করা বাসটি নেই। আর সময় নষ্ট না করে বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানান। খবর যায় পুলিশে। পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে শুরু করে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরে। যাত্রী নিয়ে অন্ধ্রপ্রদেশের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি আতমাকুর থেকে নেল্লোরে পৌঁছেছিল রাতে। ভোরে নেল্লোর ডিপো থেকেই ফের বাসটির উল্টো পথে যাওয়ায় কথা ছিল।
কিন্তু ভোরে আর বাসটি পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য বাসটি কোথায় জানতে পেরে যায়। নেল্লোর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি টোল প্লাজার কাছে বাসটিকে পাওয়া যায়।
যে সেটি নিয়ে পালিয়েছিল তাকেও পাকড়াও করা হয়। কেন সে একটা সরকারি বাস চুরি করে পালায় তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ডিপো থেকে সকলের সামনে দিয়ে একটি বিশাল আকৃতির সরকারি বাস নিয়ে কেউ চলে গেল, অথচ কারও কিছু মনে হল না। এটা নিয়ে অবাক অনেক মানুষই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা