ভারতেই মাটির তলায় লুকিয়ে ছিল ৪ হাজার বছর পুরনো সভ্যতা, বদলাতে পারে ইতিহাস
এক অনন্য খোঁজ মিলল মাটি খুঁড়ে। যা হয়তো ভারতের চেনা ইতিহাসের পাতার কয়েকটি অধ্যায়কে সংশোধন করে নতুন করে লিখতে সাহায্য করবে।

ভারতের চেনা ইতিহাসের পাতা বদলে যেতে পারে অচিরেই। কারণ মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা যা পেয়েছেন তাতে তাঁরা নিজেরাও অবাক। ৪ হাজার বছর আগেও ভারতের এই প্রান্তে যে মানুষের বাস ছিল, প্রাচীন সভ্যতা ছিল তার খোঁজ এতদিন ছিলনা।
কর্ণাটকের মাস্কি শহরে খননকার্য চালাতেই মাটির তলা থেকে বেরিয়ে এল এক প্রাচীন সভ্যতার নিদর্শন। ভারতীয় বিশেষজ্ঞরা তো রয়েছেনই, তাঁদের সঙ্গে এই নতুন জানা সভ্যতার খোঁজ করতে জোট বেঁধেছেন আমেরিকা ও কানাডার কয়েকজন বিশেষজ্ঞও।
মল্লিকার্জুন পাহাড়ের কাছে বেশ কিছুদিন ধরেই খোঁজ চালাচ্ছিলেন বিশেষজ্ঞেরা। সেখানে ঘুরে অনেক জায়গায় পুরনো সামগ্রি পান তাঁরা। যা তাঁদের নিশ্চিত করে যে এখানে এক প্রাচীন সভ্যতা বিরাজ করত।
ওই এলাকা থেকে বিশেষজ্ঞরা অনেক মাটির তৈরি পাত্র পেয়েছেন। যেগুলি দেখতে আলাদা। যার প্রাচীনত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই। বিশেষজ্ঞরা সেগুলি দেখে এবং ওই এলাকায় ঘুরে এটা নিশ্চিত যে এখানে ৪ হাজার বছর আগে মানুষের বসবাস ছিল।
মাস্কি অবশ্য নতুন করে অবাক করেনি। শতবর্ষ আগে এক ব্রিটিশ খনি ইঞ্জিনিয়ার বেশকিছু প্রাচীন নিদর্শন এই মল্লিকার্জুন পাহাড় লাগোয়া এলাকা থেকে উদ্ধার করেন। উদ্ধার করেন মাস্কি লিপি। সেই শুরু।
তারপর থেকেই এই মাস্কি এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কৌতূহলী ছিলেন। তা থেকেই খননকার্য। আর যা এবার সত্যিই তাঁদের হাতে তুলে দিল একদম এক নতুন ইতিহাসের নিদর্শন।