National

ক্লাসের মাঝেই শিক্ষিকা ও ছাত্রীরা যে যেদিকে পারলেন ছুটলেন, কি এমন ঘটল

ক্লাস চলছিল পুরোদমে। শিক্ষিকা ক্লাসে ছাত্রীদের পড়াচ্ছিলেন। এমন সময় পড়াশোনা বন্ধ করে যে যেদিকে পারলেন দৌড় দিলেন। কি এমন ঘটেছিল ক্লাসঘরে।

ক্লাসে ছাত্রীরা বেশ মন দিয়েই শিক্ষিকা কি পড়াচ্ছেন তা শুনছিল। শিক্ষিকাও পড়াচ্ছিলেন মন দিয়ে। কিন্তু সেই পঠনপাঠন আচমকাই লাটে উঠল। শিক্ষিকা ও ছাত্রীরা দৌড় দিলেন দরজার দিকে। তারপর যে যেদিকে পারলেন ছুট দিলেন।

তবে শিক্ষিকা দায়িত্ব পালন করতে পিছপা হননি। তিনি আগে ছাত্রীদের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তারপর নিজে শ্রেণিকক্ষ ছাড়েন। কিন্তু কি এমন ঘটল যে পড়াশোনা থামিয়ে ক্লাসের মাঝেই এভাবে ছাত্রীদের ছুটে বেরিয়ে যেতে হল। শিক্ষিকাকেও পালাতে হল ঘর ছেড়ে! একটি ছবি চারধারে ছড়িয়ে পড়েছে। তাতেই দেখা গেছে কি হয়েছিল ক্লাসে।

ক্লাসে শিক্ষিকা একটি জায়গায় দাঁড়িয়ে পড়াচ্ছিলেন। ছাত্রীরা সামনেই বসেছিল। এই ছাত্রী ও শিক্ষিকার মাঝেই আচমকা শ্রেণিকক্ষের সিলিং থেকে এক অতিকায় সিমেন্টের চাঙড় খসে পড়ে।

কারও মাথায় পড়লে রক্ষা ছিলনা। কিন্তু চাঙড়টি ভাগ্যক্রমে শিক্ষিকা ও ছাত্রীদের মাঝে এসে পড়ে। এতেই ছাত্রীরা ভয় পেয়ে যায়। শিক্ষিকাও আতঙ্কিত হন। তিনি দ্রুত ছাত্রীদের ঘর থেকে চলে যেতে বলেন। তারপর নিজেও ঘরে থাকার সাহস দেখাননি।

খুব অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটতে ঘটতেও ঘটল না মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালের বারখেদা পাঠানি এলাকার সরকারি পিএম শ্রী স্কুলে।

স্কুল বাড়িটির অবস্থা অনেকদিনই ভাল নয়। ফলে এমন ঘটনা ঘটা হয়তো সময়ের অপেক্ষা ছিল। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী কংগ্রেস। স্কুলে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে মধ্যপ্রদেশ সরকারের দিকে আঙুল তুলেছে কংগ্রেস নেতৃত্ব।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *