ভারতের আকাশে অচেনা আলোর খেলা, রহস্যভেদ হল ১ বছর পর
ভারতের আকাশে যা দেখা সম্ভবই নয়, তা কীভাবে দেখা গেল। সে রহস্যের কিনারা হচ্ছিল না এতদিন। অবশেষে ১ বছর পর হল রহস্যভেদ।

২০২৪ সালের মে মাস। ভারতের আকাশে আশ্চর্য আলোর খেলা দেখে স্তম্ভিত হয়ে যান অনেকে। এমনকি বিশেষজ্ঞেরাও হতবাক। এ আলোর খেলা দেখা যায় ঠিকই। তবে ভারতে নয়।
লাদাখের আকাশে একাধিকবার সেই আলো আকাশকে রঙিন করে তোলে। রাতের আকাশ হয়ে ওঠে স্বপ্নের মত। কিন্তু কীভাবে? যে আলো দেখা গিয়েছিল সে সময় তাকে পরিভাষায় বলা হয় নর্দার্ন লাইটস। যা মেরুজ্যোতি বা মেরুপ্রভা নামে পরিচিত।
সেই আলোর খেলা ভারতে কীভাবে? সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের মনেও। নানা অভিমত উঠে আসছিল। তবে নিশ্চিত করে কোনও কারণ জানা যাচ্ছিল না।
তারপর কেটে গেছে ১টি বছর। অবশেষে ১ বছর পর লাদাখের আকাশে দেখা আলোর খেলার রহস্যভেদ হল। রহস্য ভেদ করলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর জ্যোতির্বিজ্ঞানীরা।
তাঁরা জানিয়েছেন, ওই আলো লাদাখের রাতের আকাশকে রঙিন করে তুলেছিল একটাই কারণে। সেটা হল সূর্যে হওয়া অতি শক্তিশালী বিস্ফোরণ। যার জেরে সৌরঝড় তৈরি হয়। যা অনেকসময় কৃত্রিম উপগ্রহের কাজ, যোগাযোগ ব্যবস্থাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিতে পারে।
সূর্যের এই জিওম্যাগনেটিক স্টর্ম-এর কারণেই সেই সময় লাদাখে রাতের আকাশে ওই রঙিন আলোর খেলা দেখতে পাওয়া গিয়েছিল বলে নিশ্চিত করেছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর বিশেষজ্ঞেরা।
সূর্যের করোনাল মাস ইজেকশনস-এর জেরে লাদাখের আকাশ এমন আশ্চর্য রংয়ে রঙিন হয়ে ওঠে। আলোকিত হয়। যেটা রহস্যই ছিল। এবার তার কারণ পরিস্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা