National

ক্রিকেটের বল কুড়োতে ফাঁকা বাড়িতে ঢুকে হাড় হিম হয়ে গেল যুবকের

ক্রিকেট খেলতে গেলে আশপাশের বাড়িতে বল চলেই যায়। একটি বন্ধ বাড়িতে বল পড়ায় সেটি আনতে যান এক যুবক। তবে বাড়িতে ঢুকে যা দেখেন তাতে তাঁর হাড় হিম হয়ে যায়।

জনবহুল এলাকায় ক্রিকেট খেলার মানেই আশপাশের বাড়িতে বল ঢুকে যাওয়ার ঝুঁকি। সাধারণত বাড়িতে বল পড়লে বাড়ির বাসিন্দারাই তা আবার ফিরিয়ে দেন। কিন্তু যদি কোনও বাড়ি বন্ধ থাকে তখন হয় মুশকিল।

তখন ক্রিকেট খেলায় মত্তদেরই কাউকে সে বাড়িতে ঢুকতে হয় বল কুড়িয়ে আনতে। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। প্রায় ৭ বছর ধরে পাড়ার একটি বাড়ি বন্ধ হয়ে আছে। বাড়ির মালিক বিদেশে থাকেন বলেই সকলের জানা।

বাড়িটা বন্ধ হয়ে পড়ে থাকা নিয়ে পাড়ার কারও মাথাব্যথাও নেই। তবে ক্রিকেট খেলার সময় বলটা ওই বাড়ির মধ্যেই ঢুকে যাওয়ায় ওই বাড়িতে কোনওক্রমে ঢোকেন এক যুবক। বল কুড়িয়ে আনাই ছিল উদ্দেশ্য।

কিন্তু বাড়িতে বল কুড়োতে ঢুকে তিনি যা দেখতে পান তা দেখে তাঁর হাড় হিম হওয়ার যোগাড় হয়। দ্রুত মোবাইল বার করে সেই ছবিও তুলে ফেলেন তিনি।

ওই যুবক দেখেন বাড়ির মধ্যে একটি জায়গায় একটি কঙ্কাল পড়ে আছে। যার ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেন। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে অবশ্য ওই যুবকের মত কসরত করে নয়, সোজা মূল ফটকের তালা ভেঙে বাড়িটিতে প্রবেশ করে।

উদ্ধার করা হয় ওই কঙ্কাল। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে যেহেতু কঙ্কালে কোনও আঘাতের চিহ্ন নেই বা কোথাও কোনও রক্তের চিহ্ন নেই, তাই এই জীবনহানি স্বাভাবিক নিয়মেই হয়ে থাকতে পারে।

তবে সেটা কার কঙ্কাল, কবে তাঁর প্রাণ যায়, কীভাবে যায়, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কঙ্কালটির ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লি এলাকায়। পুলিশ ওই বাড়ির মালিকের নাম জানতে পেরেছে।

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025