National

বাড়িতে পোষ্য থাকলে কর গুনতে হবে পঞ্জাবের বাসিন্দাদের

পঞ্জাবের শহরাঞ্চলে বাড়িতে পোষ্য রাখতে গেলে এবার থেকে দিতে হবে কর। পঞ্জাব সরকারের তরফে দেওয়া পোষ্যে কর সংক্রান্ত এই ধরনের বিজ্ঞপ্তি ভারতে প্রথম।

Published by
News Desk

পঞ্জাবের শহরাঞ্চলে বাড়িতে পোষ্য রাখতে গেলে এবার থেকে দিতে হবে কর। পঞ্জাব সরকারের তরফে দেওয়া পোষ্যে কর সংক্রান্ত এই ধরনের বিজ্ঞপ্তি ভারতে প্রথম। নভজ্যোৎ সিং সিধুর অধীন নিকাশি বিষয়ক মন্ত্রকের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, মোষ, শূকর, কুকুর, বেড়াল, ঘোড়া সহ সকল প্রাণির ক্ষেত্রেই লাগবে কর।

সরকারি ঘোষণা অনুযায়ী আগামী দিনে পঞ্জাবের বাসিন্দাদের কুকুর, বেড়াল, হরিণ, ভেড়া, শূকর প্রতিপালনের জন্য ২৫০ টাকা বাৎসরিক কর দিতে হবে। হাতি, উট, ঘোড়া, গরু, মোষ, ষাঁড়ের জন্য বছরে কর হিসেবে গুনতে হবে ৫০০ টাকা। ‘ব্র্যান্ডিং কোড’ হিসেবে প্রতিটি পশুর শরীরে মাইক্রোচিপ লাগানো থাকবে। যাতে থাকবে চিহ্নিতকরণের জন্য নম্বর ও দাগ। এরসাথে পোষ্যের মালিককে সরকারের থেকে লাইসেন্সও নিতে হবে। যেটি প্রতি বছর নবীকরণও করাতে হবে।

Share
Published by
News Desk