National

মহিলা পুলিশদের সাজগোজ নিয়ে বিশেষ নির্দেশ দিল এক রাজ্য

মহিলা পুলিশবাহিনীর সকলের জন্য বিশেষ নির্দেশ দিল পড়শি রাজ্য। সাজগোজকে কেন্দ্র করেই এই বিশেষ নির্দেশ জারি হল। নির্দেশ জারি হয়েছে গয়না নিয়েও।

Published by
News Desk

সম্প্রতি বেশ কয়েকটি ছবি সোশ্যাল সাইটে নজর কাড়ে। যেখানে মহিলা পুলিশরা মেকআপ করে গয়না পরে তাঁদের ছবি দিয়েছেন। পুলিশের ডিউটি করাকালীন, পুলিশের উর্দি পরা অবস্থায় এভাবে চড়া মেকআপে ছবি বা গয়না পরে ছবি পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরও নজরে পড়ে। যা তাঁরা মেনে নিতে পারেননি।

বিহার পুলিশে কর্মরত মহিলা পুলিশদের মধ্যে এভাবে গয়না পরে বা চড়া মেকআপ করে ছবি দেওয়ার প্রবণতা বাড়তে থাকায় এবার কড়া নির্দেশিকা জারি করল বিহার পুলিশ।

নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনও মহিলা পুলিশকে আগামী দিনে মেকআপ করা অবস্থায় ডিউটি করতে দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনও মহিলা পুলিশ আগামী দিনে মেকআপ করে ডিউটি করতে পারবেননা।

শুধু মেকআপ বলেই নয়, তাঁরা গয়না পরেও ডিউটি করতে পারবেননা। তাঁদের হাতে থাকা অস্ত্র তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রদর্শন করতে পারবেননা। এই নির্দেশিকা না মানলে কড়া শাস্তির জন্য তৈরি থাকতে হবে।

এর আগেও বিহার পুলি ডিউটিতে থাকাকালীন মোবাইল ফোনের ব্যবহার, ভিডিও কল করা বা পোশাক নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। এবার মহিলা পুলিশদের মেকআপ ও গয়না পরে ডিউটি করাতে নিষেধাজ্ঞা জারি করে দিল। আগামী দিনে প্রয়োজনে বিহার পুলিশের এই দেখানো পথে হাঁটতে পারে অন্য রাজ্যও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk