National

বিয়েতে বরকনে নেই, তাও অতিথিরা সকলে চুটিয়ে আনন্দ করলেন

বিয়ের অনুষ্ঠানে বরকনেকে কেন্দ্র করে এক উৎসবের আবহ তৈরি হয়। যেখানে অতিথিরা সকলে আনন্দে মেতে ওঠেন। এ বিয়ের অনুষ্ঠানেও তাই হল। তবে বরকনে ছাড়া।

মাঝেমধ্যে বিয়ের নিমন্ত্রণ পেতে ভালই লাগে। আর যদি সেই বিয়েতে সরাসরি বরপক্ষ বা কন্যাপক্ষের নিকট আত্মীয় কেউ হন তাহলে তো তাঁর আরও ব্যস্ততা। এ এমনই এক বিয়ের অনুষ্ঠানের কাহিনি। কাহিনি বলা হচ্ছে কারণ বাস্তব হলেও এ কোনও কাহিনির চেয়ে কম নয়।

এ কাহিনিতে বরপক্ষ আছে। কন্যাপক্ষ আছে। অন্য অতিথি, বন্ধুরা আছেন। নেই কেবল বর ও কনে। যে ২ জনকে সামনে রেখে এই বিয়ের অনুষ্ঠান সরগরম হয়, সেই বর ও কনে ছাড়া আর সকলকেই খুঁজে পাওয়া গেল এই অনুষ্ঠানে।

যেখানে খাওয়াদাওয়ার এলাহি বন্দোবস্ত ছিল। সঙ্গে ছিল পানের ব্যবস্থাও। সহজ করে বললে পানাহারে কোনও কার্পণ্য ছিলনা। আর ছিল ডিজে, গান, নাচ। নিমন্ত্রিত সকলেই চুটিয়ে উপভোগ করলেন এই বিয়ের অনুষ্ঠান।

খাওয়াদাওয়া হল, নাচ গান হল, বেহিসাবি আনন্দর উপভোগ হল। তবে যাঁদের কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠানে এমন আনন্দময় পরিবেশ তৈরি হয় সেই বর ও কনের কোথাও দেখা মিলল না।

দেখা না পাওয়ার কারণ এমন কেউ ছিলই না এ বিয়ের অনুষ্ঠানে। মানে সহজ কথায় বর কনে ছাড়াই বিয়ের অনুষ্ঠান। যার পোশাকি নাম ফেক ম্যারেজ বা ভুয়ো বিয়ে।

দিল্লিতে এমনই এক বিয়ের আয়োজন সমাজ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। যেখানে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আনন্দের যাবতীয় বন্দোবস্ত থাকে। তবে কারও বিয়ে হয়না বা কোনও বরকনে থাকেন না।

আসলে এ এক অনুষ্ঠানের মত। যেখানে বিয়েতে নিমন্ত্রিতদের মত কেউ আসতে পারেননা। তাঁদের এই ফেক ম্যারেজে উপস্থিত থাকার জন্য টিকিট কাটতে হয়। দিল্লির এই ফেক ম্যারেজ যেহেতু ভারতে এক নতুন ট্রেন্ড তাই তা নিয়ে এত চর্চা।

অনেকের মতে, এমন ফেক ম্যারেজ আয়োজন যখন আকছার হতে থাকেবে, তখন আর এ নিয়ে কেউ চর্চা করবেননা। বিদেশে কিন্তু এই ফেক ম্যারেজ অনুষ্ঠান বেশ জনপ্রিয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *