বাড়িতে পৌঁছনো উড়ালপুল, ছবি – সৌজন্যে – এক্স – @KhelaHobePart2
আরে এবার কি বাড়িতে ঢুকে পড়বে নাকি! মনে হতেই পারে। চমক লাগতেই পারে। বাড়ির গা ঘেঁষে অনেক সময় উড়ালপুল চলে যায়। এটা হয়েই থাকে। কিন্তু উড়ালপুল কি তৈরি হওয়ার সময় মুখ ঘুরিয়ে কোনও বাড়ির মধ্যে ঢুকে পড়ে?
এমনটা হতেই পারেনা বলে যাঁদের মনে হচ্ছে তাঁদের জন্য এই দৃশ্যটি অষ্টম আশ্চর্য মনে হতেই পারে। কারণ লখনউ শহরে একটি উড়ালপুল তৈরি হচ্ছে। যেটি মাঝপথে থমকে গেছে একটি বাড়ির দেওয়াল ছুঁয়ে।
তার লোহার বিম বাড়ির দেওয়াল ছুঁয়ে নিয়েছে। বাড়ির জানালা থেকে দিব্যি উড়ালপুলের যতটা তৈরি হয়েছে সেই অংশ হেঁটে পায়চারি করে আসা যায়। বাড়ির দেওয়ালে আটকে এখন এই উড়ালপুল তৈরি বন্ধও রয়েছে।
তৈরি সম্পূর্ণ হলে লখনউ শহরে কৃষ্ণনগর ও কেশরিখেরা-কে যুক্ত করবে ওই উড়ালপুল। রেললাইনের ওপর দিয়ে তৈরি করা হচ্ছে এই উড়ালপুলটি। স্থানীয়রা বহুদিন ধরেই এই উড়ালপুলের দাবি জানিয়ে আসছিলেন।
কারণ এখন ওই ২টি স্থানের মাঝে যে রেলওয়ে লেভেল ক্রসিং পার করতে হয় সেখানে দিনে ৬০ বার লেভেল ক্রসিং পড়ে। ফলে বার বার ব্যাহত হয় যান চলাচল। চরম দুর্ভোগ শুধু নয়, স্থানীয়দের দীর্ঘসময় লেভেল ক্রসিংয়ে নষ্ট হয়।
এই উড়ালপুলটি তৈরি হয়ে গেলে আর লেভেল ক্রসিংয়ে অপেক্ষার দরকার পড়বে না। উড়ালপুল দিয়েই স্থানীয় বহু মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। বাঁচবে সময়।
কিন্তু সেই উড়ালপুল এখন মাঝপথে একটি ৩ তলা বাড়িতে আটকে আছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই উড়ালপুলের রাস্তায় পড়া বাড়ির মালিক যে ক্ষতিপূরণ চেয়েছিলেন তা পাননি। তাই সেখান দিয়ে উড়ালপুলের কাজ থমকে আছে।
তবে বিষয়টি নিষ্পত্তির পথে বলেই জানা গিয়েছে। তার আগে এই বাড়ির দেওয়ালে ঠেকা নির্মীয়মাণ উড়ালপুল বহু মানুষের দেখার জিনিস হয়ে উঠেছে।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…