National

৫ হাজার সাইকেল আরোহী জড়ো হলেন একটা মাঠে, এ দৃশ্য প্রথম দেখল ভারত

বিভিন্ন রাজ্য থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন সাইকেল আরোহীরা। এসে জড়ো হলেন একটা মাঠে। ৫ হাজার সাইকেল আরোহী এক জায়গায় জড়ো হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ।

Published by
News Desk

শুধু একটা রাজ্য নয়। বিভিন্ন রাজ্য থেকেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তাঁরা। লাগোয়া রাজ্যের সাইকেল আরোহীরা সাইকেল নিয়ে কেউ ৩ দিন তো কেউ ৪ দিন ধরে লম্বা পথ অতিক্রম করে পৌঁছেছিলেন একটি মাঠে। যার পিছনে রয়েছে শারীরিক ও আধ্যাত্মিক কারণ।

তবে যেটা দেশবাসীকে সবচেয়ে অবাক করেছে তা হল এবারের সংখ্যা। এবছর ৫ হাজার সাইকেল আরোহী জড়ো হয়েছিলেন পান্ধারপুরে। মহারাষ্ট্রের সোলাপুর জেলার পান্ধারপুরে এই সাইকেল আরোহীদের সমাগম প্রথম হল না। এটা ছিল চতুর্থ অখিল মহারাষ্ট্র পান্ধারপুর সাইকেল ওয়ারি সম্মেলন।

যেখানে ৯০টি সাইক্লিং ক্লাবের ৫ হাজার সাইকেল আরোহী এসে উপস্থিত হয়েছিলেন। এই প্রথম ভারতের কোনও স্থানে এতজন সাইকেল আরোহী একত্রে জড়ো হলেন। সেদিক থেকে এটা রেকর্ড। শুধু মহারাষ্ট্র নয়, কর্ণাটক, মধ্যপ্রদেশ থেকেও অনেকে হাজির হন এখানে।

পান্ধারপুরের এই সাইকেল সম্মেলন ৩টি কারণ সামনে রেখে অনুষ্ঠিত হয়। একটি হল পরিবেশ সচেতনতা, দ্বিতীয় শারীরিক সক্ষমতা এবং তৃতীয় হল আধ্যাত্মিক চেতনা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই আয়োজনে করে।

শারীরিক ভাবে সক্ষম ভারতের লক্ষ্যেই এই আয়োজনে নগর পরিক্রমা অন্তর্ভুক্ত। যা আধ্যাত্মিক একতার বার্তা দেয়। এছাড়া সবুজ স্বাস্থ্যকর ভারত এই সাইকেল সম্মেলনের আর এক লক্ষ্য।

প্রতিদিন প্রতিটি মানুষের একটা সময় বার করে শারীরিক সক্ষমতার চর্চা এই সম্মেলনের আর এক উদ্দেশ্য। সাইক্লিং কেবল একটি খেলা বা যাতায়াতের মাধ্যমই নয়, সেই সঙ্গে শরীরচর্চার অঙ্গও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk