বাঁশে ভর করে আরও সবুজ হল এই রাজ্য
একটি রাজ্যের ভূখণ্ড তো নির্দিষ্ট। সাধারণত সেখানে জনবসতি বাড়ে। সবুজ কমে। এমন অভিযোগ সামনে আসে। এক্ষেত্রে বাঁশে ভর দিয়ে আরও সবুজ হয়ে গেল এই রাজ্য।
পৃথিবীজুড়েই সবুজের অভাব নিয়ে আলোচনা তুঙ্গে। পৃথিবীর ফুসফুস বলে বিখ্যাত অ্যামাজনের রেন ফরেস্টের সবুজও কিছুটা কাটা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে সবুজ যা আছে তা থেকে কিছুটা কম হতে পারে জনবসতি তৈরির প্রয়োজনে। কিন্তু জঙ্গল যা রয়েছে তার চেয়ে বাড়বে এমন উদাহরণ বিরল।
কিন্তু ভারতের একটি রাজ্যে গত ২০ বছরে জঙ্গল অনেকটাই বেড়েছে। সে রাজ্যে জঙ্গল বেড়েছে ১ হাজার ৩৯০ বর্গ কিলোমিটার। যা নেহাত কম জায়গা নয়। সবুজায়নের ক্ষেত্রে মধ্যপ্রদেশের এই সাফল্য অবশ্যই গোটা দেশের জন্য একটা উদাহরণ।
জঙ্গল বেড়ে যাওয়াটা স্বাভাবিক নিয়মে হয়নি। এজন্য গত ২০ বছরে সরকারি তরফে উদ্যোগ নজর কেড়েছে। এখন মধ্যপ্রদেশের ৭৯২টি জঙ্গল ঘেরা গ্রামকে রাজস্ব গ্রামের মর্যাদাও দেওয়া হয়েছে।
জঙ্গল বাড়াতে রাজ্যের তরফে বাঁশ চাষে জোর দেওয়া হয়েছে। ৭ হাজার ৩৬০ হেক্টর জমিতে বাঁশ চাষ বেড়েছে ন্যাশনাল ব্যাম্বু মিশন প্রকল্পের আওতায়। রাজ্য জুড়ে ৫ কোটি ৬৭ লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে সবুজায়নে জোর দেওয়ার জন্য।
১ হাজারের ওপর স্কুলের ছাত্রছাত্রীদের রাজ্য জুড়ে সবুজায়নে শরিক করা হয়েছে। গত অর্থবর্ষে মধ্যপ্রদেশ সরকার জঙ্গল থেকে রাজস্ব আদায় করতে পেরেছে ১ হাজার ৬৪৬ কোটি টাকা।
লক্ষ্য ছিল ১ হাজার ৬৫০ কোটি। ফলে লক্ষ্য পূরণ প্রায় হয়েই গেছে বলা যেতে পারে। রাজ্য জুড়ে সবুজায়নে বিশেষ নজর মধ্যপ্রদেশকে আরও সবুজ করে তুলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













