National

ক্লাস ভর্তি পড়ুয়া, না পড়িয়ে টেবিলের ওপর পা তুলে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন স্যার

ক্লাসে তখন পড়ুয়া ভর্তি। শিক্ষকও রয়েছেন। কিন্তু তিনি পড়াচ্ছেন না। বরং ঘুমোচ্ছেন। টেবিলের ওপর পা তুলে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন তিনি।

Published by
News Desk

ক্লাস ভর্তি ছাত্রছাত্রী। তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। যে যার মত আছে। ক্লাসে যে স্যার নেই এমনটা নয়। স্যার আছেন। কিন্তু ছাত্রছাত্রীদের ভয়ের কিছু নেই। কারণ স্যার কিছু জানতেই পারছেন না। তিনি তখন ক্লাসে পড়াচ্ছেন না। বরং সুখ নিদ্রা দিচ্ছেন।

চেয়ারে বসে সামনে রাখা টেবিলে পা তুলে দিয়েছেন তিনি। তারপর মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে তোফা ঘুম। একেবারে নাক ডাকিয়ে ঘুম। তাঁর ঘুম এতটাই গভীর যে ক্লাসে ছাত্রছাত্রীরা কি করছে তা তো জানাই নেই, এমনকি ক্লাসে যে অন্য কেউ ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন তাও অজানা।

এক ব্যক্তি ক্লাসে ঢোকেন ক্যামেরা অন করে। তারপর পাশাপাশি বসা ২ ছাত্রীকে জিজ্ঞাসাও করেন স্যার কতক্ষণ ঘুমোচ্ছেন? উত্তরে এক ছাত্রী জানায় প্রায় আধ ঘণ্টা! এবার বোধহয় ঘুম ভাঙে স্যারের। তিনি নড়েচড়ে উঠে বসেন।

ততক্ষণে অবশ্য যা ক্যামেরাবন্দি হওয়ার হয়ে গেছে। ছবিটি এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের জালনা জেলার গাদেগাভান গ্রামের জেলা পরিষদ স্কুলের ঘটনা। স্কুলটি একটি সরকারি মারাঠি মিডিয়াম স্কুল। যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

ক্লাসে ঘুমে অচেতন স্যারের নাম ভিকে মুণ্ডে। ইতিমধ্যেই বিষয়টি জোনাল এডুকেশন অফিসারের নজরে এসেছে। তিনি তদন্তও শুরু করেছেন। ওই শিক্ষক এটা করেছেন প্রমাণিত হলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও পরিস্কার করেছেন আধিকারিক।

Share
Published by
News Desk