National

অতি বিরল মাছের দেখা মিলল ভারতীয় উপকূলে, দেখা মানেই বিপদসংকেত বলে বিশ্বাস

এ মাছ দেখাই যায়না। কারণ তাদের বাস জলের অনেক গভীরে। প্রাচীন বিশ্বাস এদের দেখা মেলা মানে আসন্ন বিপদসংকেত। সত্যিই কি তাই।

Published by
News Desk

এ মাছের দেখা মেলা ভার। এক জীবনে সমুদ্রের সঙ্গে থেকেও অনেকে এ মাছের দেখা পান না। যদিও হালফিল বিশ্বের কয়েকটি জায়গায় এই মাছের দেখা মিলেছে। জাপানের এক প্রবাদ অনুযায়ী এ মাছের দেখা মেলা মানেই বিপদসংকেত।

জলের অনেক তলায় থাকা এই মাছ উপরে আসে মানুষকে সতর্ক করতে। সেই অরফিশের এবার দেখা মিলল ভারতীয় উপকূলে। মৎস্যজীবীদের জালে উঠেছে এই মাছ। যাকে অধিকাংশ মানুষ অরফিশ নয়, বরং ডুমসডে ফিশ বলেই বেশি চেনেন।

এই মাছের দেখা পাওয়াকে অনেকেই বিপদসংকেত বলে মনে করেন। সেটাই এবার পাওয়া গেল তামিলনাড়ু উপকূলে। রূপোলী চ্যাপ্টা চেহারার এই মাছের বুক ও মুখের কাছে লালচে ভাব রয়েছে। অতি বিরল দর্শন এই মাছ দেখতে তাই মানুষের ভিড় জমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার ছবি।

এই ডুমসডে ফিশ কি সত্যিই বিপদসংকেত বয়ে আনে? বিজ্ঞান অবশ্য তা বিশ্বাস করেনা। এই মাছেরা যখন অসুস্থ হয়ে পড়ে বা তাদের জীবন সায়াহ্নের মুহুর্ত আসে তখনই তারা জলের অনেক গভীর থেকে উপরের দিকে উঠে আসে।

তবে একটা বিষয় অনেকের নজর কেড়েছে। সেটা হল সমুদ্রের গভীরে বাস করা এই ডুমসডে ফিশ আগে এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের উপকূলে দেখা যেত না। এখন যাচ্ছে। সেটা কেন? অনেকে মনে করছেন এটা বিশ্ব উষ্ণায়নের ফলও হতে পারে।

Share
Published by
News Desk