National

শহরে মাঝরাস্তায় অবাক দৃশ্য, মজা করে অনেকে বলছেন আইফেল টাওয়ার

দেশের অন্যতম শহরের রাজপথে এক দৃশ্য অনেককে অবাক করেছে। বিশেষত তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর। অনেকে তো মজা করে বলছেন এও এক আইফেল টাওয়ার।

Published by
News Desk

ব্যস্ত শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় কি দেখা যেতে পারে? বুলেভার্ড থাকতে পারে, সাজানো গাছের সারি থাকতে পারে, বিজ্ঞাপনের স্তম্ভ থাকতে পারে, রাস্তা আলোকিত করার স্তম্ভও থাকতে পারে। কিন্তু এ শহরের রাস্তার মাঝে যা আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়ে আছে তা এগুলির কোনওটাই নয়।

যা দাঁড়িয়ে আছে তা অন্য কোনও শহরে দেখা যাওয়াও একরকম অসম্ভব। কি সেটা? একটা হাইটেনশন বিদ্যুতের স্তম্ভ। যা অনেক সময় শহর ছাড়িয়ে বেরিয়ে পড়লে ক্ষেত জমি, খোলা মাঠ, নদীর ধারে দেখতে পাওয়া যায়।

শহরের মধ্যে থাকলেও তা একটি ধারে সিমেন্টের উঁচু বেদী করে তার ওপর থাকে। আর যাই হোক তা রাস্তার মাঝখানে থাকেনা। যার নিচ দিয়ে বাইক স্কুটার যাতায়াত করতেই পারে। পাশ কাটিয়ে যেতে হয় বড় গাড়িকে।

রাস্তার ঠিক মাঝখানে এমন এক বিদ্যুৎ স্তম্ভ কিন্তু অবাক করেছে সকলকে। বেঙ্গালুরু শহরের রাস্তার মাঝে এমন এক টাওয়ার দেখার জন্য অনেকে ওই রাস্তা ধরেন।

হেব্বাল নামে জায়গায় এই অতিকায় টাওয়ার দেখে অনেকে মজা করে বলছেন ওটা হল বেঙ্গালুরুর আইফেল টাওয়ার। আবার অনেকে বিরক্তি প্রকাশ করেছেন এভাবে একটি হাইটেনশন বিদ্যুতের টাওয়ারের রাস্তার ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নিয়ে।

জানা যাচ্ছে ওই স্তম্ভটি হয়তো আগামী দিনে সরিয়ে নিতে চলেছে প্রশাসন। তবে যতদিন আছে সেটি এখন চর্চার তো বটেই, এমনকি দেখার জিনিস হয়ে উঠেছে অনেকের কাছে।

Share
Published by
News Desk