Categories: National

তাজমহলের পাথরেই হুবহু তাজমহল বানালেন ব্যবসায়ী, স্ত্রীকে নিয়ে থাকেন সেখানেই

তাজমহলের পাথর দিয়েই তাজমহল তৈরি করলেন এক ব্যবসায়ী। আসল তাজমহলে যে মাপ মিটারে রয়েছে, হুবহু সেই মাপ ফুটে মেপে তৈরি হয়েছে এই তাজমহল।

Published by
News Desk

প্রেমের সৌধ বলা হয় তাজমহলকে। আবার তা বিশ্বের চোখে এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। তার চোখ ধাঁধানো রূপ মুগ্ধ করে চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। সম্রাট শাহজাহানের তৈরি এই পৃথিবীর অন্যতম আশ্চর্য দেখতে তো বহু মানুষ হাজির হন আগ্রায়। কিন্তু এই তাজমহলে যদি কেউ সারাজীবন থাকতে চান! তাহলে কেমন হয়?

যদি কেউ তাঁর স্ত্রীকে ভালবেসে তাজমহলের হুবহু একটি প্রতিরূপ উপহার দেন থাকার জন্য! সেটাই করেছেন মধ্যপ্রদেশের ব্যবসায়ী আনন্দ প্রকাশ চোকসি। তিনি একটি তাজমহল বানিয়েছেন। আসল তাজমহলের চেয়ে তাঁর তাজমহল অনেকটাই ছোট। কিন্তু তাজমহলের সঙ্গে ফারাক বিশেষ নেই।

শাহজাহানের তাজমহল তৈরি করতে ব্যবহার হয়েছিল মাকরানা শ্বেতপাথর। সেটাই ব্যবহার হয়েছে চোকসির তাজমহলে। তাঁর তাজমহলেরও চারধারে ৪টি মিনার রয়েছে। পাথরের কাজও হুবহু নকল করা হয়েছে।

দেখলে মনে হবে যেন তাজমহলই আয়নায় দেখা যাচ্ছে। বাড়িটির দরজাও দেখার মতন। ঠিক যেমন তাজমহলের সামনে বিশাল এক দরজা ধরা পড়ে। তেমনই চোকসির বাড়িতেও রয়েছে।

মধ্যপ্রদেশে তাজমহলের অনুকরণে তৈরি বাড়ি, ছবি – আইএএনএস

বাড়ির মধ্যে ঢুকলে চোখ ধাঁধিয়ে যেতেই পারে। এতটাই সুন্দর করে সাজানো। মেঝে থেকে সিঁড়ি, সর্বত্র তাজমহলের নকল করে মার্বেলের কাজ। এ যেন একটা আস্ত তাজমহলই একটু ছোট করে ঝলমল করছে মধ্যপ্রদেশের বুরহানপুরের এই স্কুল চত্বরে।

যে স্কুলটিও চোকসিই তৈরি করেছেন। অবশ্যই অর্থের প্রাচুর্য ধরা পড়েছে চোকসির এই ৪ বিএইচকে বসতবাড়িতে। তবে তাঁর পছন্দের ও শিল্প মনের তারিফ করতেই হয়। আপাতত চোকসির এই তাজমহল ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে।

Share