National

ভারতীয় প্রতিরক্ষায় নতুন শক্তি, সোনার কেল্লার শহরে নির্ভুল ক্ষমতা দেখাল রুদ্রাষ্ট্র

ভারতীয় সেনার ক্ষমতা বাড়াতে এল রুদ্রাষ্ট্র। পরীক্ষায় দারুণভাবে সফল হল দেশের সুরক্ষায় এই নয়া শক্তি। অত্যাধুনিক ক্ষমতায় ভরা রুদ্রাষ্ট্র এবার সেনার বড় হাতিয়ার হতে চলেছে।

সোনার কেল্লার শহর বলেই এখন তার পরিচিতি। বাঙালির কাছে এ শহরের নাম মুখে আসা মানেই সোনার কেল্লা। সেই রাজস্থানের বালি ঘেরা শহর জয়সলমীরে পরীক্ষা হল ভারতের নতুন এক প্রতিরক্ষা হাতিয়ারের।

একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি আনম্যানড এরিয়াল ভেহিকলটির বিশেষত্ব হল এটি ভার্টিকল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি নির্ভর করে তৈরি হয়েছে। পোখরানের ফায়ারিং রেঞ্জে এটির পরীক্ষা করা হয়। যা দারুণভাবে সফল হয়েছে।

আঞ্চলিক সুরক্ষা নিশ্চিত করা ও ভারতীয় সেনার শক্তি বৃদ্ধিতে এই রুদ্রাষ্ট্র নামে ড্রোনটি এক দারুণ সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। রুদ্রাষ্ট্রের রেঞ্জ ১৭০ কিলোমিটার। এটি টেকসই, রিয়েল টাইম নজরদারিতে সক্ষম, টার্গেটে নির্ভুল।

রুদ্রাষ্ট্রের ক্যামেরা অত্যন্ত শক্তিশালী। পরীক্ষার সময় উল্লম্ব ভাবে উড়ে যাওয়া, লক্ষ্য নিশ্চিত করা, নজরদারি এবং সব শেষে সুরক্ষিত ভাবে ফিরে আসা, সবকিছুই একেবারে যেমন চাওয়া হয়েছিল তেমনভাবে করে রুদ্রাষ্ট্র।

ফলে তা পরীক্ষায় ১০০ শতাংশ পেয়ে পাশ করেছে। ৫০ কিলোমিটার পর্যন্ত ব্যসে রুদ্রাষ্ট্র রিয়েল টাইম ভিডিও পাঠাতেও সক্ষম। সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে রুদ্রাষ্ট্র এক বড় ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এদিকে রুদ্রাষ্ট্র ফের প্রমাণ করল দেশের সুরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ কীভাবে বেসরকারি সংস্থারা এগিয়ে আসছে। রুদ্রাষ্ট্র তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড। অবশ্য এখানেই শেষ নয়, ভারতীয় সেনায় ব্যবহারের আগে রুদ্রাষ্ট্রকে আরও পরীক্ষা দিতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *