National

থানাতেই লুকিয়ে মহিলাদের পোশাক বদলের ছবি তোলার অভিযোগ, পাকড়াও পুলিশকর্মী

মহিলাদের সঙ্গে কোনও অন্যায় ঘটলে যাঁদের ভরসা করে ডাকেন সাধারণ মানুষ, সেই পুলিশই ধরা পড়ল মহিলাদের পোশাক বদলের ছবি লুকিয়ে তুলে। তাও আবার খোদ থানাতেই।

Published by
News Desk

কয়েকদিন আগে এক মহিলা পুলিশকর্মী একটি ছবি পান। যা দেখে তিনি চমকে যান। দেখেন তাঁরই পোশাক বদলের ছবি তাঁর কাছেই এসে পৌঁছেছে। তাঁর অনুমতি ছাড়া লুকিয়ে যে তাঁর পোশাক বদলের ছবি কেউ তুলেছে তা পরিস্কার হয়ে যায় ওই মহিলা পুলিশকর্মীর কাছে।

তিনি দ্রুত বিষয়টি নিয়ে পুলিশের মহিলা সেলের দ্বারস্থ হন। বিষয়টি মহিলা সেল জানার পর ছবির সোর্স জানতে সাইবার সেলে খবর যায়। সাইবার সেল খুঁজে বার করে যে ছবিটি বৈশাকন নামে এক পুলিশকর্মীর মোবাইল থেকে ছড়িয়েছে। খোঁজ পড়ে ওই পুলিশকর্মীর। দেখা যায় কেরালার ইডুক্কি জেলার ভান্দিপেরিয়ার থানায় কর্মরত ওই পুলিশকর্মী।

ওই থানাতেই মহিলা পুলিশদের পোশাক বদলের জন্য একটি ঘর রয়েছে। সেখানেই লুকিয়ে মহিলাদের পোশাক বদলের ছবি তুলত বৈশাকন নামে ওই পুলিশকর্মী।

যা মহিলা পুলিশকর্মীরা বুঝতেও পারতেন না। ওভাবেই ওই মহিলা পুলিশকর্মীর ছবিও তুলেছিল বৈশাকন। যা ওই মহিলা পুলিশকর্মীর কাছেই গিয়ে পৌঁছয়।

বৈশাকনকে ঘটনা জানার পরই গ্রেফতার করে পুলিশ। তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়। বৈশাকনের মোবাইল পরীক্ষা করে ওই মহিলা পুলিশকর্মী ছাড়াও এমন অনেক মহিলার পোশাক বদলের ছবি পাওয়া গিয়েছে।

তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পুলিশে কর্মরত মহিলাদের আত্মসম্মান সুরক্ষিত করতে প্রয়োজনে আরও ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk