National

ভারতে ঘটা ১০টি হাড় হিম করা বিমান দুর্ঘটনার তালিকা

আমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ফ্লাইট। ভারতে ঘটা ১০টি এমন ভয়ংকরতম দুর্ঘটনার তালিকা রইল। কবে, কোথায়, কতজনকে নিয়ে ভেঙে পড়ে বিমানগুলি।

Published by
News Desk

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনা গোটা দেশকে শিহরিত করেছে। বিমানের যাত্রীরা তো বটেই, এমনকি যে বাড়িতে সেটি ভেঙে পড়ে সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতে এর আগেও অনেকগুলি এমন বিমান দুর্ঘটনার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে। তারমধ্যে যে ১০টি ভয়ংকরতম তার তথ্য রাতের ঘুম কেড়ে নিতে পারে।

১৯৭৮ সালের পয়লা জানুয়ারি, বছরের প্রথম দিনেই বম্বে বিমানবন্দর থেকে ওড়ার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান আরবসাগরে ভেঙে পড়ে। প্রাণ যায় বিমানে থাকা ২১৩ জনের।

১৯৮২ সালের ২১ জুন বম্বে বিমানবন্দরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১৭ জনের প্রাণ যায় সেই ঘটনায়। ১৯৮৮ সালের ১৯ অক্টোবর আমেদাবাদে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ১৩৩ জনের প্রাণ যায়।

১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি এয়ারবাস ব্যাঙ্গালোরের কাছে ভেঙে পড়ে। ৯২ জনের প্রাণ যায়। বিমানটি ব্যাঙ্গালোরেই যাচ্ছিল। ১৯৯১ সালের ১৬ অগাস্ট ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ইম্ফলের কাছে ভেঙে পড়ে। বিমানে থাকা ৬৯ জনের প্রাণ যায়।

১৯৯৩ সালের ২৬ এপ্রিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান ঔরঙ্গাবাদ থেকে ওড়ার পর একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। ৫৫ জনের প্রাণ কেড়ে নেয় এই দুর্ঘটনা।

১৯৯৬ সালের ১২ নভেম্বর দিল্লি থেকে ৯০ কিলোমিটার দূরে হরিয়ানার চরখি দাদরি এলাকায় মধ্য আকাশে বিমান সংঘর্ষে প্রাণ যায় ৩৪৯ জন মানুষের। এটাই ভারতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা বলে এখনও ধরা হয়। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে কাজাখস্তান এয়ারলাইন্সের একটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আকাশে।

২০০০ সালের ১৭ জুলাই অ্যালায়েন্স এয়ার ফ্লাইট পাটনা বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে। পাইলটের ভুল কেড়ে নেয় ৬০ জনের প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk