National

সকলের সামনে মহিলাকে ধর্ষণের চেষ্টা, এগিয়ে এলেন না কেউ!

Published by
News Desk

প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তার ওপর এক মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল বিশাখাপত্তনমে। অভিযোগ রবিবার বিকেলে রেলওয়ে কলোনির কাছে একটি গাছের তলায় এক মহিলা বসেছিলেন। সেই সময় সেখানে মদ্যপ অবস্থায় হাজির হয় এক যুবক। ২১ বছরের গাঞ্জি শিবা আচমকাই ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

গোটা ঘটনা কার্যত ঘটে পথচলতি মানুষজনের সামনে। কিন্তু কেউই ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। বরং পাশ কাটিয়ে না দেখার ভান করে চলে যান সকলেই। এক অটোচালক পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন। যদিও অনেকে ঘটনা শোনার পর অভিযোগ করেছেন যে ওই অটোচালক ছবি না তুলে নিজেই ওই মহিলাকে সাহায্য করতে পারতেন। কিন্তু পুলিশ সেক্ষেত্রে এত তাড়াতাড়ি হয়তো অভিযুক্তের নাগাল পেতনা। অটোচালকের ছবি দেখে পুলিশ খুব দ্রুত অভিযুক্ত গাঞ্জি শিবাকে গ্রেফতার করে।

Share
Published by
News Desk