National

ঠিক যেন ভিডিও গেম, উদ্বোধনের আগেই সমালোচনার মুখে নতুন সেতু

সেতু তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। এবার উদ্বোধনের পালা। তার আগেই প্রবল সমালোচনার মুখে পড়ল একটি নতুন সেতু। সেতু নয়, যেন ভিডিও গেম বলে সমালোচনা।

Published by
News Desk

একটি ব্রিজ তৈরি করা হয়েছে রেললাইনের ওপর দিয়ে। যাতে সাধারণ মানুষকে দীর্ঘ যানজট থেকে মুক্তি দেওয়া যায়। প্রশাসনিক কর্তারা মনে করছেন এই রেলওয়ে ওভারব্রিজ চালু হয়ে গেলে প্রায় ৩ লক্ষ মানুষ প্রতিদিন উপকৃত হবেন। তাঁদের আর যানজটের শিকার হতে হবেনা।

মধ্যপ্রদেশের ভোপালের এই সেতুটি মহামাই কা বাগ, পুষ্পা নগর এবং নিউ ভোপালের স্টেশন এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে। অ্যাশবাগ স্টেডিয়ামের কাছের এই সেতুটি তৈরি প্রায় হয়েই গেছে। এখন উদ্বোধনের অপেক্ষা। তার আগেই তার গঠনশৈলী নিয়ে প্রশ্ন তুলল বিরোধী কংগ্রেস থেকে অনেক সাধারণ মানুষ।

কংগ্রেস নেতা অভিনব বারোলিয়ার দাবি, এই সেতুটি এমনভাবে তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে যেন ভিডিও গেম। কিন্তু কেন এমন সমালোচনার শিকার হচ্ছে এই সেতু?

সেতুটির একটি অংশ রয়েছে যেখানে সেতুটি প্রায় ৯০ ডিগ্রি বাঁক নিয়েছে। এমন বাঁক গাড়ি চলাচলের জন্য বিপজ্জনক বলে মনে করছেন অনেকে। এটা কেমন ধরনের ইঞ্জিনিয়ারিং তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এর গঠনশৈলী নিয়ে।

স্থানীয়রাও অনেকে মনে করছেন এই সেতুটিতে মোট ৩টি বাঁক রয়েছে। যে বাঁকগুলি এমনভাবে তৈরি হয়েছে যে যেকোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা এটা মেনে নিচ্ছেন ১৮ কোটি টাকা খরচ করে তৈরি এই সেতুটি সুন্দর হয়েছে, কেবল তার ওই ভয়ংকর বাঁকগুলো ছাড়া।

ওই বাঁকগুলোতে যথেষ্ট জায়গা পর্যন্ত নেই। এখানে গাড়ি বাঁক নেওয়ার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রীতিমত রয়েছে বলেই অভিমত সাধারণ মানুষ থেকে বিরোধীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk