অসমাপ্ত সেতুতে গাড়ি, ছবি – সৌজন্যে – এক্স – @Arv_Ind_Chauhan
অনেকেই গন্তব্যে পৌঁছনোর রাস্তা সম্বন্ধে অবহিত থাকেন না। সেক্ষেত্রে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে তাঁদের সঠিক রাস্তা জেনে পৌঁছতে হয়। এখন অবশ্য রাস্তায় বারবার লোকজনকে ধরে জিজ্ঞেস করা এড়িয়ে অনেকেই হাতে থাকা স্মার্টফোনের সাহায্য নেন।
এখন গুগল ম্যাপের সাহায্যে জেনে নেন গন্তব্যে পৌঁছনোর সঠিক পথ। কিন্তু সেই পথ নির্দেশ কি সর্বদা সঠিক হয়? এ প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। কারণ গুগল ম্যাপকে ভরসা করতে গিয়ে বিভিন্ন সময় ঠকতে হয়েছে, ভুল পথে গাড়ি ছোটাতে হয়েছে, এমনকি ভয়ংকর বিপদও ঘটেছে।
এমনই এক কাণ্ড ফের সামনে এল। একটি গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা গুগল ম্যাপের সাহায্যে পথ চিনে যাচ্ছিলেন গন্তব্যে। কতকটা অন্ধভাবেই গুগলের পথনির্দেশে ভরসা রাখছিলেন তাঁরা। সেই পথনির্দেশ তাঁদের একটি সেতুতে ওঠার জন্য বলে।
তাঁরাও সেই সেতুতে উঠে গাড়ি ছোটান। কিন্তু একটা অংশে পৌঁছে আচমকাই তাঁদের গাড়ি সেতু থেকে সোজা নিচে পড়ে যায়। কারণ সেতুটি তখনও পুরোটা তৈরিই হয়নি। ফলে একটা জায়গায় পৌঁছে সামনে যাওয়ার পথ নেই। সেটা তৈরিই হয়নি।
কপাল জোরে গাড়িটি যেখানে সেতু থেকে পড়ে যায় তার তলায় মাটির স্তূপ রাখা ছিল। ফলে আছড়ে না পড়ে গাড়িটির সামনের অংশ আটকে যায় ওই মাটির টিবিতে। সেটাই রক্ষা করে আরোহীদের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়। গোরক্ষপুর থেকে গাড়িটি সোনাউলি বর্ডারের দিকে যাচ্ছিল। পথে ফেরেন্দা থানার আওতাধীন এক এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে ৩ জন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।