গাছের গুঁড়ি থেকে ঝরে পড়ছে জল, পবিত্র জল ভেবে শুরু পুজো, সামনে এল অন্য সত্য
একটি কৃষ্ণচূড়া গাছ। যার গুঁড়ির একটা অংশ দিয়ে জল ঝরতে শুরু করে। যা দেখে অবাক হয়ে যান স্থানীয়রা। পবিত্র জল ভেবে শুরু হয় পুজো।

কৃষ্ণচূড়া গাছটি অনেকদিন ধরেই ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। স্থানীয়রা লক্ষ্য করেন গাছের গুঁড়ির একটি অংশ দিয়ে জল ঝরতে শুরু করেছে। সে জল থামে না। পড়েই চলে।
গাছ থেকে এই অলৌকিক জলধারা স্থানীয়দের অবাক করার পাশাপাশি আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে। সকলেই বিশ্বাস করতে শুরু করেন গাছের গুঁড়ি দিয়ে ঝরে পড়া ওই জল নিছক জল নয়, পবিত্র জল। যা স্পর্শ করলে, পান করলে মানুষের যে কোনও রোগ ব্যাধি সেরে যাবে।
গাছের গুঁড়ি দিয়ে ঝরে পড়া এই পবিত্র জলের কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। রাতারাতি সেই গাছে পুজো শুরু হয়। সিঁদুর, হলুদ দিয়ে পুজো করতে দেখা যায় অনেককে।
ভক্তি ভরে সেই জলও পান করতে দেখা যায়। জল মাথায় ঠেকাতে দেখা যায়। সব বয়সের মানুষের ভিড় বাড়তে থাকে ওই অলৌকিক গাছের সামনে।
পুনে শহরের পিম্পরি-র প্রেমলোক পার্কের ওই গাছ রাতারাতি ঈশ্বর জ্ঞানে পূজিত হওয়া শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে সেখানে হাজির হন পুর আধিকারিকরা।
তাঁরা সব পরীক্ষা করে যা জানান তারপর অবশ্য সেই গাছকে ঘিরে তৈরি হওয়া অলৌকিক গাথায় ভাটা পড়ে। কারণ পুর আধিকারিকরা জানিয়ে দেন, ওই গাছটির তলা দিয়ে একটি জলের পাইপ লাইন রয়েছে।
সেটিতে ফুটো হওয়ায় জল বার হচ্ছিল। যা গাছের গুঁড়ির ফাঁক পেয়ে সেখান দিয়ে বার হতে শুরু করে। যা দেখে স্থানীয়রা বিষয়টিকে অলৌকিক বলে মনে করতে শুরু করেন।