National

৮০ হাজার টাকা খেয়ে চম্পট দিল হাতি, শস্য দানা রইল পড়ে

হাতির পাল জনবসতিতে ঢুকে পড়া নতুন নয়। মূলত খাবারের খোঁজেই তারা হানা দেয় লোকালয়ে। কিন্তু খাবার ফেলে টাকা খেয়ে চলে যায় এমন হাতির দেখা মিলল এবার।

Published by
News Desk

হাতির হানা শব্দটা অনেক জঙ্গল লাগোয়া জনবসতির কাছেই পরিচিত। অনেক সময় জঙ্গল থেকে হাতির পাল হানা দেয় গ্রামে। তছনছ করে বাড়িঘর। নষ্ট করে ফসল। হাতির পালের খাবারে টান পড়লে তারা অনেক সময় এভাবে লোকালয়ে হানা দেয়।

এমনই একটি হাতির পাল হানা দিয়েছিল জঙ্গল লাগোয়া জনবসতিতে। একদিন নয়, দিন সাতেক ধরেই তারা দফায় দফায় তাণ্ডব চালাচ্ছিল। ২৪টি হাতির এই দল কয়েকটি বাড়ি তছনছ করে। বস্তাবন্দি করে রাখা ফসল খেয়ে নেয়।

এই পর্যন্ত তো পরিচিত খবর। যেটা এক্ষেত্রে অবাক করা সেটা হল টাকা খেয়ে নেওয়া। ওড়িশার রায়গড়া জেলার নিয়মগিরি পাহাড়ের কাছে মুনিগুড়া ফরেস্ট রেঞ্জ। এখানেই একটি জনবসতিতে হামলা চালায় ২৪টি হাতির পাল। তারাই একটি বাড়িতে হামলা চালানোর সময় অবাক কাণ্ডটি ঘটায়।

ওই বাড়ির বাসিন্দারা নগদ ৮০ হাজার টাকা জমিয়েছিলেন পাকা বাড়ি বানানোর জন্য। সেই টাকা তাঁরা একটি শস্যের বস্তায় রেখেছিলেন। আশপাশে অন্যান্য শস্যের বস্তাও ছিল। যাতে চাল, ডাল ইত্যাদি ছিল।

দেখা যায় হাতিরা ওই বাড়িতে এসে চাল বা ডাল জাতীয় খাবারের বস্তা ছুঁয়েও দেখেনি। বাড়িটি তছনছ করার পাশাপাশি তারা বেছে নেয় ওই টাকার ব্যাগটি। তারপর বস্তার সব টাকা খেয়ে নেয়।

চাল, ডাল না খেয়ে কেবল টাকা খেয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। শস্য ফেলে রেখে টাকা চিবিয়ে হাতির চলে যাওয়ার ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে গোটা এলাকায়।

Share
Published by
News Desk