National

মাঝরাতে উঁচু বাড়ির জানালায় উড়ে এসে উঁকি, ভয়ে সিঁটিয়ে গেলেন বাসিন্দারা

উঁচু উঁচু সব ফ্ল্যাটে এখন বহু মানুষের বাস। সেখানে মাঝরাতে উড়ে এসে জানালায় যা উঁকি দিল তাতে আতঙ্কিত অনেক বাড়ির বাসিন্দা।

Published by
News Desk

এখন বিভিন্ন শহরেই মানুষের বাসস্থানের চাপ সামাল দিতে উঁচু উঁচু সব আবাসনের ভিড়। কোনটা ৩০ তলা তো কোনওটা ৫০ তলা। এমন নানা উচ্চতার আবাসনের বিভিন্ন তলায় মানুষের বাস।

এমনই কয়েকটি আবাসনের উঁচু তলায় বসবাসকারী বাসিন্দারা মাঝরাতে জানালার দিকে চোখ দিতেই আঁতকে উঠলেন। তাঁদের জানালায় উড়ে এসে উঁকি দিচ্ছে কিছু একটা। মাটি থেকে এত উঁচুতে তো কারও পক্ষে আসা সম্ভব নয়।

আতঙ্ক নিয়েই কয়েকজন জানালার কাছে এসে বোঝার চেষ্টা করেন ওটা কি! আর তখনই তাঁরা বুঝতে পারেন তাঁদের জানালায় এসে উঁকি দিচ্ছে একটি ড্রোন। তাও আবার মাঝরাতে! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালি পশ্চিমে।

অপারেশন সিঁদুর-এর পরই মুম্বই শহরে কোনওরকম আনম্যানড এরিয়াল ভেহিকল বা ইউএভি ওড়ায় নিষেধাজ্ঞা জারি করে শহর প্রশাসন। ফলে কোনও ড্রোন কেউ ওড়াতে পারবেনা এটাই স্বাভাবিক। আগামী ৪ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

কিন্তু তারমধ্যেই এই কাণ্ড পুলিশকেও অবাক করেছে। বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ড্রোন উড়িয়েছে, ড্রোনটি কি উদ্দেশ্যে এভাবে উড়ছিল, নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে কেউ ড্রোন ওড়াল, সবই খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

এদিকে আবাসনগুলির বাসিন্দারা জানিয়েছেন কয়েক মিনিট এভাবে বিভিন্ন বাড়ির জানালায় উঁকি দিয়ে ড্রোনটি ফের উড়ে যায়। তারপর আর সেটিকে দেখা যায়নি। প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতা শহরের ওপরও বেশ কয়েকটি অজানা ড্রোন উড়ে গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk