National

রাস্তায় গাড়ি আটকে ফিল্মি কায়দায় খুন তরুণী গায়িকা

Published by
News Desk

হরিয়ানার পল্লীগীতি হরিয়ানভি ‘রাগিণী’ গায়িকা হিসাবে জনপ্রিয় হর্ষিতা দাহিয়াকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর ঘাড়ে ও কপালে ৬টি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় গাড়িতেই মৃত্যু হয় ২২ বছরের ওই তরুণীর।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার হরিয়ানার পানিপথের কাছে একটি গ্রামে হর্ষিতার একটি শো ছিল। সেখানে গান শেষ করে দিল্লিতে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেল তখন প্রায় ৪টে। চামরারা গ্রামের কাছে তাঁর গাড়িকে পাশ কাটিয়ে গাড়ির পথ আটকে দাঁড়ায় অন্য একটি গাড়ি। ফলে হর্ষিতার গাড়িও দাঁড়িয়ে পড়ে। অভিযোগ তখনই গাড়ি থেকে নেমে আসে দুই ব্যক্তি। তারপর হর্ষিতার গাড়ির চালক ও হর্ষিতার দুই সঙ্গিকে গাড়ি থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয়। তাঁরা বেরিয়ে এলে হর্ষিতাকে ৭টি গুলি করে তারা। যার একটি ছাড়া আর সবকটিই ছিল অব্যর্থ।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, হর্ষিতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইলে তোলা ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। প্রত্যুত্তরে তিনি এসব হুমকিতে ভয় পান না বলেও জানিয়েছিলেন হর্ষিতা। তারপরই এই ঘটনা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে আপাতত তিহার জেলে বন্দি এক গ্যাংস্টার দীনেশের হাত থাকতে পারে। ২০১৪ সালে এই দীনেশের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগও দায়ের করেছিলেন হর্ষিতা।

Share
Published by
News Desk