ফাইল : মৎস্য প্রসাদ বিতরণ, ছবি - আইএএনএস
বাথিনি গৌড় নামে এক পরিবারের দাবি ১৮৪৫ সালে এক সাধু তাদের পূর্বপুরুষকে একটি পাঁচনের ফর্মুলা দিয়েছিলেন। শর্ত ছিল একটাই। তাদের পরিবার এই পাঁচন কোথাও বিক্রি করতে পারবেনা। মানুষকে সুস্থ করতে সেটি বিনামূল্যে বিতরণ করতে হবে।
তারপর থেকে এই পরিবার প্রতিবছর বর্ষা শুরুর মুখে এই পাঁচন বিতরণের আয়োজন করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গোপন ফর্মুলা গোপনই থেকেছে। এই পাঁচনটি একটি লেই-এর মত বস্তু। এক আঙুল সমান মাছ এই লেই ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়।
এছাড়াও অনেক কিছু থাকে। যা কেবল ওই পরিবারের জানা। সেই লেই জাতীয় পাঁচনটি পরিবারের তরফে তৈরি করে হাঁপানি রোগীদের খাওয়ানো হয়। রোগীদের মুখে সঠিক পরিমাণে লেইটি দিয়ে দেওয়া হয় পরিবারের তরফেই।
লাইন ধরে সকলে এগিয়ে আসেন। আর তাঁদের মুখে সেটি দিয়ে দেওয়া হয়। নিরামিষভোজীদের জন্য এটি গুড় দিয়ে তৈরি হয়। এই পেস্ট জাতীয় বস্তুটির পরিবারের তরফে নামকরণ করা হয়েছে ফিশ প্রসাদম বা মাছ প্রসাদ।
হায়দরাবাদের নামপল্লি মাঠে এই মাছ প্রসাদ বিতরণের আয়োজন হয়েছিল। ১৩টি কাউন্টার থেকে এই বিতরণ করা হয়। এটি পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাঁপানি রোগীরা ভিড় জমিয়েছিলেন এখানে। হাজার হাজার মানুষের লাইন পড়ে।
৪২টি লাইনের ব্যবস্থা করা হয়। তাতেও ২৪ ঘণ্টা টানা এই প্রসাদ নামক পাঁচন বিতরণ চালু রাখতে হয়। সরকারের তরফে এখানে আসা যাওয়ার জন্য বাস থেকে শুরু করে অন্য যানবাহনের আয়োজন করা হয়েছিল। ছিল কড়া সুরক্ষা বন্দোবস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…