National

কাজে গাফিলতি, মাইনে আটকে গেল ৭২ তদন্তকারী পুলিশ আধিকারিকের

কাজ ঠিক করে করতে হবে। নাহলে মাইনে নিয়েও যে টানাটানি হয়ে যেতে পারে সেই বার্তা এবার কঠোরভাবে পৌঁছে গেল। আটকে গেল ৭২ পুলিশ আধিকারিকের মাইনে।

Published by
News Desk

কাজ ঠিক করে না করলেও মাইনে সময় হলেই হয়ে যাবে। এই ভাবনা থেকে এবার পুলিশকর্মীদের বেরিয়ে আসতে হবে। দেশে এবার এমন এক উদাহরণ তৈরি হল যা পুরো দেশের পুলিশকর্মী থেকে আধিকারিকের জন্য একটা স্পষ্ট বার্তা।

৭২ জন পুলিশ আধিকারিকের মাইনেই আটকে দিলেন পুলিশ সুপার। এই ৭২ জন আধিকারিকের দায়িত্বে যে ফৌজদারি মামলাগুলির তদন্তের ভার ছিল তাঁরা সেই দায়িত্ব পূরণ করতে ব্যর্থ বলে মনে করছেন বিহারের গোপালগঞ্জের পুলিশ সুপার।

তাই পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে শৃঙ্খলা ও কাজের প্রতি দায়বদ্ধতা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পুলিশ সুপার ৭২ জন পুলিশ আধিকারিকের মাইনে আটকে দিলেন। কাজ ঠিকমত না করলে যে মাইনেও আটকে যেতে পারে সেই বার্তা সুস্পষ্ট রূপে পৌঁছে গেল সব পুলিশকর্মীর কাছে।

এই ঘটনা বিহারের হলেও একটা উদাহরণ কিন্তু তৈরি হয়ে গেল। ফলে আগামী দিনে দেশের যে কোনও প্রান্তেই পুলিশের বড়কর্তারা মনে করলে এই পদক্ষেপ নিতে পারেন।

অন্যদিকে পুলিশকর্মীদেরও সচেতন হওয়ার সময় এল। এখন থেকে কাজ ঠিক মত করা, তদন্তে গাফিলতি না করা তাঁদের জন্য কার্যত বাধ্যতা হয়ে গেল। নাহলে যে কোনও মুহুর্তে আটকে যেতে পারে মাইনে।

বহু মানুষের অভিযোগ থাকে তাঁদের করা পুলিশের কাছে অভিযোগের তদন্ত ঠিকমত হচ্ছেনা। এবার তাঁদের মুখে হয়তো হাসি ফোটার একটা সুযোগ তৈরি হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk