National

বিখ্যাত পর্যটনকেন্দ্রে বন্ধ করে দেওয়া হল পর্যটকদের বেড়ানো

পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। এখানে ঘোরার জন্য বিদেশ থেকেও মানুষ ছুটে আসেন। সেখানেই এবার পর্যটকদের বেড়ানো বন্ধ করল প্রশাসন।

পাহাড়ের ওপর বিখ্যাত পর্যটনকেন্দ্র। যেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। দেশের এই জায়গা বিশ্বজুড়ে বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। দেশ বিদেশ থেকে মানুষ হাজির হন এখানে। এখনও সেখানে বহু পর্যটক রয়েছেন।

কিন্তু তাঁদের আর দেখা হবেনা এখানকার বিখ্যাত স্পটগুলি। একেবারে প্রশাসনের তরফে বন্ধ করা হল এখানে ঘোরা। অবশ্য চিরদিনের জন্য নয়। সাময়িক সময়ের জন্য।


আবহাওয়া দফতর কোয়েম্বাটুর ও উটি-র জন্য লাল সতর্কতা জারি করেছে। অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে নীলগিরি পর্বতে। ফলে নীলগিরির পর্যটন আকর্ষণ উটিতে বন্ধ হয়ে গেল পর্যটকদের বেড়ানো।

ডোডাবেটা ভিউপয়েন্ট, বোটানিক্যাল গার্ডেন, পাইকারা জলপ্রপাত, পাইন ফরেস্ট, উটি লেকের বোটহাউস, পাইকারা লেক, ডলফিন নোজ, রোজ গার্ডেন-এর মত উটির নানা পর্যটন আকর্ষণ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে।


প্রশাসনিক এই সিদ্ধান্ত পর্যটকদের সুরক্ষার কথা বিবেচনা করেই করা হয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া ভাল হলে ফের পর্যটকদের জন্য সব ঘোরার জায়গা খুলে দেওয়া হবে বলেই উটি প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বছরের এই সময়টা উটির পিক সিজন বলে পরিচিত। এই সময়ই সবচেয়ে বেশি পর্যটক সেখানে হাজির হন। আর ঠিক সেই সময়ই বেড়ানো বন্ধ করার সিদ্ধান্তে স্থানীয় অর্থনীতি কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে।

এদিকে উটি-র পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে পর্যটন বিভাগ। পাহাড়ি রাস্তা প্রবল বৃষ্টিতে অত্যন্ত পিচ্ছিল অবস্থায় রয়েছে। যে কোনও সময় সেখানে ধসও নামতে পারে, জানিয়ে দিয়েছে পরিবহণ দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *