ঝোল নিয়ে যত ঝামেলা, আদালতে স্বস্তি পেলেন দোকান মালিক
ঝোল বিনামূল্যে পাওয়া যাবেনা। বিষয়টি ক্রেতা সুরক্ষা আদালত পর্যন্ত পৌঁছনোর পর স্বস্তি পেলেন দোকান মালিক। ঘটনাটা যা ঘটল।

পরোটার সঙ্গে বিফের একটি রান্না। এটা কেরালার অনেক মানুষের প্রিয় রসনা। যা খেতে পছন্দ করেন অনেকেই। ফলে কেরালার অনেক রেস্তোরাঁতেই এই পরোটা বিফ পাওয়া যায়।
ক্রেতা এই পদ অর্ডার করলে কয়েকটি রেস্তোরাঁ পরোটার সঙ্গে বিফের যে পদটি সার্ভ করে সেটি একটু শুকনো হয়। তাই খাওয়ার সুবিধার জন্য তারা একটু ঝোলও আলাদা করে দিয়ে থাকে।
সেই ঝোল তৈরি হয় পেঁয়াজ সহ অন্যান্য মশলা দিয়ে। আবার অনেক রেস্তোরাঁ বিফের এমন কারি দিয়ে থাকে যা একটু ঝোল ঝোল হয়। ফলে আলাদা করে ঝোলের দরকার পড়েনা।
কেরালার কোচিতে পার্সিয়ান টেবিল নামে একটি রেস্তোরাঁয় এক ব্যক্তি খেতে এসেছিলেন। তিনি পরোটা ও বিফ অর্ডার করেন। খাওয়ার সময় জানান তাঁর খেতে অসুবিধা হচ্ছে। তাই ঝোল দরকার।
রেস্তোরাঁ জানায় তারা বিনামূল্যে ঝোল দিতে পারবেনা। তারা তখনই ঝোল দিয়ে থাকে যখন কেউ পরোটা ও বিফ উইথ গ্রেভি অর্ডার করেন। তাহলে তাঁকে ঝোলটা দেওয়া হয়। এতে রেগে যান ওই ব্যক্তি। কিন্তু রেস্তোরাঁ তার সিদ্ধান্তে অনড় থাকে।
দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তি ক্রেতা সুরক্ষা আদালতে হাজির হন। সেখানে অভিযোগ দায়ের করেন ওই রেস্তোরাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা আদালত অবশেষে তাদের রায় দিয়েছে।
আর সেই রায় রেস্তোরাঁর পক্ষে গিয়েছে। রায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনও রেস্তোরাঁ বা হোটেলে গিয়ে কোনও ক্রেতা এভাবে ঝোল তাঁর প্রাপ্য বলে দাবি করতে পারেননা।