National

মেট্রোয় লুকিয়ে মহিলাদের ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট, বিকৃতমনষ্ক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

এক বিকৃত মনের ব্যক্তিকে খুঁজছে পুলিশ। মেট্রো সফররত মহিলাদের ছবি লুকিয়ে তুলে সেগুলি সমাজ মাধ্যমে পোস্ট করছিল ওই ব্যক্তি।

Published by
News Desk

মেট্রোয় সারাদিনে বহু মহিলা যাতায়াত করেন। নানা বয়সের মহিলা নানাধরনের পোশাকে সেজে মেট্রোয় চড়েন। কখনও দাঁড়িয়ে যেতে হয়। কখনও বসে। মেট্রোয় সফরকালে এমন মহিলাদের লুকিয়ে ছবি তোলে এক ব্যক্তি। লুকিয়ে তোলায় ধরা পড়েনি।

এমন অনেক মহিলার ভিডিও সে ক্যামেরাবন্দি করে। তারপর তা ইন্সটাগ্রামে পোস্ট করে দেয়। যে পেজটির ফলোয়ার সংখ্যা ৫ হাজার। এভাবে মহিলাদের অজান্তে তাঁদের ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট একান্তই মহিলাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ। যা কখনওই মেনে নেওয়া যায়না।

ওই ব্যক্তি বিকৃতমনষ্ক বলেই মনে করছেন সকলে। অনেকে মনে করছেন এমন এক বিকতমনষ্ক ব্যক্তি বেঙ্গালুরু মেট্রোয় ঘুরছে। লুকিয়ে মহিলাদের ছবি তুলছে।

তার ক্যামেরা তাক করা থাকে তরুণী ও যুবতীদের দিকেই। এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। পুলিশের কাছে এমনই আর্জি জানান অনেকে।

পুলিশের কাছে ঘটনাটি পৌঁছনোর পর তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তিকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ। এদিকে পুলিশের কাছে দ্রুত ওই ব্যক্তিকে গ্রেফতার করার আবেদন জানিয়েছেন অনেক মানুষ।

তাঁদের বক্তব্য ওই ব্যক্তিকে গ্রেফতার করে জনসাধারণের সামনে আনা হোক। যাতে মানুষ এই বিকৃতমনা মানুষটিকে চিনে রাখতে পারেন। ওই ব্যক্তি মেট্রোর মধ্যে বলেই নয়, অনেক মহিলার ছবি স্টেশনেও অপেক্ষারত অবস্থায় তুলেছে। স্বভাবতই বেঙ্গালুরু মেট্রোর এই ঘটনা বেঙ্গালুরুর মেট্রোয় যাতায়াতকারী মহিলাদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk