পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, গ্রেফতার ইউটিউবার
ইউটিউবার হিসাবে তার পরিচিতি। সেই যুবতী আসলে তার ইউটিউবার বৃত্তির আড়ালে চালাচ্ছিল গুপ্তচর বৃত্তি। পাকিস্তানের জন্য ভারতে বসে গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল এই যুবতী।

ভারত থেকে গোপন খবর, বিভিন্ন জায়গার খবর, সেনা মোতায়েনের খবর সংগ্রহ করে পাকিস্তানের হাতে তুলে দেওয়া ছিল তার কাজ। যদিও সেটা সে করত নিজেকে ইউটিউবার হিসাবে তুলে ধরার আড়ালে।
কিন্তু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি ধরে ফেলল পুলিশ। হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের মামলা রুজু হয়েছে।
জ্যোতি মালহোত্রা ২০২৩ সালে ২ বার পাকিস্তানে যায়। সেখানে তার সঙ্গে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের সাক্ষাৎও হয়। ওই সালেই দিল্লিতে পাক হাইকমিশনারের অফিসে গিয়েছিল এই ট্রাভেল ব্লগার।
সেখানকার এক কর্মী এহসান উর রহমান ওরফে দানিশের সঙ্গে তার দেখা হয়। এক গুপ্তচরের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছিল। তারা ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতেও গিয়েছিল।
এদিকে দানিশকে নানা তথ্য সরবরাহ চালাতে থাকে জ্যোতি। এমনটাই জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটে জ্যোতি অন্য নাম দিয়ে পাক গুপ্তচরদের নাম লিখে রেখেছিল। তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালানো জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পর তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। আধিকারিকরা তার কাছে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন। কীভাবে পাকিস্তানের হয়ে ভারতে বসে সে গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল তার বিস্তারিত তথ্য পেতে চাইছেন আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা