National

পা ধুইয়ে দেওয়া হল মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া তরুণীদের, সমালোচনার ঝড়

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণীদের প্রত্যেকের পা ধুইয়ে দিচ্ছেন স্থানীয় মহিলারা। এই ছবি সামনে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড়।

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হচ্ছে ভারতে। ১০৯টি দেশের প্রতিযোগীরা এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাঁদেরই এবার সারি করে বসিয়ে পা ধুইয়ে দেওয়া হল। প্রত্যেকের পায়ের কাছে রাখা ছিল একটি করে ধাতব থালা। পাশে ঘটিতে জল।

সেই জল দিয়েই পা ধুইয়ে দেওয়া হয়। আর এই পা ধোয়ায় সাহায্য করেন তেলেঙ্গানার স্থানীয় মহিলারা। যাঁরা স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে উপস্থিত ছিলেন।


প্রতিযোগীরা তেলেঙ্গানার মুলুগু জেলার বিশ্ব হেরিটেজ তকমা পাওয়া বিখ্যাত রামাপ্পা মন্দিরে এসেছিলেন। মন্দিরে প্রবেশের আগে তাঁদের পা ধোয়া হয়। এই কাজে তাঁদের সাহায্য করেন স্বেচ্ছাসেবকরা।

ভারতের সনাতনি পোশাক শাড়ি ছিল প্রত্যেক প্রতিযোগীর পরনে। এই ছবি সামনে আসার পর প্রবল সমালোচনার মুখে পড়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার।


বিরোধীরা একে ভারতীয় নারীর, ভারতের নারী শক্তির অপমান বলে ব্যাখ্যা করছেন। একে অনেকে ইংরেজ শাসনের সময়ের মানসিকতা বলেও দাবি করেছেন। বিজেপি থেকে তেলেঙ্গানার প্রধান বিরোধী দল বিআরএস সকলেই সোচ্চার।

এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর তরফে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা। এই ঘটনায় তেলেঙ্গানার মহিলাদের আত্মসম্মান নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন বিআরএস নেতারা।

ঘটনার পর তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকার রীতিমত বেকায়দায় পড়েছে সন্দেহ নেই। আপাতত রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার বড় একটা প্রতিক্রিয়ার রাস্তায় হাঁটছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button