National

ডেটিং অ্যাপের মাধ্যমে একজনকে ফাঁকা বাড়িতে ডেকে পরিবারের সর্বস্ব খোয়ালেন যুবক

বাড়িতে বাবা মা ছিলেননা। ২৪ বছরের যুবক একটি ডেটিং অ্যাপের সাহায্যে একজনকে ডেকে আনেন বাড়িতে। কিন্তু তার ফল হল মারাত্মক।

Published by
News Desk

বাড়ি ফাঁকা ছিল। এক ২৪ বছরের যুবক একাই ছিলেন বাড়িতে। বাবা মা না থাকার সুযোগে তিনি একটি ডেটিং অ্যাপের সাহায্যে সমলিঙ্গের এক ব্যক্তিকে বাড়িতে ডাকেন। কিছুক্ষণ পর তাঁর বাড়িতে ১ জন নয়, ৩ জন হাজির হয়। তাদের মধ্যে ১ জন মহিলা ও ২ পুরুষ ছিল।

তারা একটি অটোতে সেখানে হাজির হয়। তারপর ডেটিং অ্যাপের কথা বলে বাড়িতে প্রবেশও করে। ওই যুবক পুলিশের কাছে দাবি করেছেন, আগত ৩ জন ঢুকেই অন্য মূর্তি ধারণ করে। ওই যুবককে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে তারা।

তারপর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে মজুত থাকা ২৫০ গ্রাম সোনার গয়না ও ৪ কেজির রূপোর গয়না ও অন্য সামগ্রি নিয়ে চম্পট দেয়। যে অটোতে তারা এসেছিল সেই অটোতেই ওই জায়গা ছেড়ে পালায় তারা।

ওই যুবক পুলিশকে জানান, তিনি অনেক চেষ্টা করে নিজেকে আধঘণ্টা পর মুক্ত করতে পারেন। সময় নষ্ট না করে তারপরই তিনি পুলিশে ফোন করেন। পুলিশ এসে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। তবে পুলিশের একটি বিষয়ে খটকা লাগছে।

ওই যুবককে যতবারই পুরো ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে ততবারই বক্তব্যে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। আগে যা বলেছিলেন তার সঙ্গে পরের বলা কিছু কিছু ক্ষেত্রে মিলছে না।

তাই এই চুরির ঘটনা পুরোটাই সাজানো কিনা সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এমকেবি নগরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk