গুগল ম্যাপের দেখানো রাস্তায় গিয়ে ধরল পুলিশ, জলে গেল বেড়ানো
গুগল ম্যাপকে ভরসা করে গাড়ি চালানো ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। এমন ঘটনা ঘটছে যে মানুষ ফিরে যেতে চাইছেন রাস্তায় জিজ্ঞেস করে গন্তব্যে পৌঁছনোর পুরনো পন্থায়।

একটা সময় ছিল যখন মানুষ কোনও অচেনা গন্তব্যে পৌঁছতে রাস্তায় মানুষকে জিজ্ঞেস করতেন জায়গাটিতে কোন পথে যেতে হবে। কিন্তু এখন সময় বদলেছে। প্রযুক্তি উন্নত হয়েছে। এখন মোবাইল ফোনে রয়েছে গুগল ম্যাপ। যেখানে গন্তব্য লিখে দিয়ে কীভাবে সেখানে পৌঁছতে হবে তা গুগল ম্যাপই দেখিয়ে দিচ্ছে।
সম্পর্কে বোন ২ তরুণী ও তাঁদের সঙ্গে থাকা এক তরুণ গাড়িতে যাচ্ছিলেন তাজমহল দেখতে। আগ্রা শহরে ঢুকে তাঁরা গুগল ম্যাপ দেখেই তাজমহলের দিকে এগোচ্ছিলেন। কিন্তু রাস্তায় আচমকাই তাঁদের পুলিশে ঘিরে ফেলে।
পুলিশ ঘিরে ফেলেছে কেন? আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তাঁরা তো কোনও দোষ করেননি! তাঁরা কেবল তাজমহল দেখতে এসেছেন। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন এক তরুণী। তিনি নিশ্চিত ছিলেন যে গুগল ম্যাপ তাঁদের যে পথ দেখিয়েছে তাঁরা সেই পথেই এগিয়েছেন।
কিন্তু গুগল যে পথ দেখিয়েছে পুলিশের কাছে সে পথ সাধারণ মানুষের প্রবেশের জন্য নয়। সেখানে প্রবেশ মানে সুরক্ষা বলয় ভেঙে ঢোকা। সেটাই হয়েছিল। ফলে ওই গাড়ি ঘিরে ফেলে পুলিশ।
৩ জনই অনেক করে পুলিশকে বোঝানোর চেষ্টা করেন তাঁদের আর কোনও উদ্দেশ্য নেই। তাঁরা এসেছেন গুগল ম্যাপ দেখে তাজমহল দেখতে। নয়ডার বাসিন্দা ওই ২ বোন ও দিল্লির বাসিন্দা ওই তরুণের বক্তব্যে অবশ্য পুলিশ খুব একটা গুরুত্ব দেয়নি।
গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তাঁদের গুগল ম্যাপ দেখে আসা এবং গুগল ম্যাপই ভুল করে তাঁদের ওই পথে ঢুকিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।