বিয়ে নয়, দেশ আগে, দেখিয়ে দিলেন এক যুবক
বিয়ে নয়, তার অনেক আগে দেশ। তাঁর কাজ দিয়ে সেটাই দেখিয়ে দিলেন এক যুবক। কনেপক্ষ হবু বরের কাণ্ডে স্তম্ভিত।

বিয়ের জন্য সকাল থেকেই চলছিল নানা নিয়ম পালন। রাতে বিয়ে করতে যাবেন যুবক। তিনি নিজেও বিয়ের জন্য তৈরি ছিলেন। সন্ধে নামে। কনেপক্ষ বরের অপেক্ষায়। এদিকে সে অপেক্ষা দীর্ঘতর হতে থাকে। কারণ বর শেষ মুহুর্তে বিয়েতে বার হতে সময় নেন। কারণ তিনি বিশ্বাস করেন বিয়ের আগে দেশ। ঠিক কি হয়েছিল?
দেশ জুড়ে চলেছে মক ড্রিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশবাসীর করণীয় কি, তাঁরা কী করবেন, কীভাবে সেই পরিস্থিতিতে পদক্ষেপ নেবেন, সেই প্রস্তুতি খতিয়ে দেখে নিতে এবং দেশের মানুষকে পরিস্থিতি সম্বন্ধে আগে থেকে তৈরি রাখতে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল।
সেই মক ড্রিল দেশের সব প্রান্তেই হয়েছে। যেসব জায়গা বেছে নেওয়া হয়েছিল মক ড্রিলের জন্য সেসব জায়গার মানুষকে আগেই অবহিত করা হয়েছিল।
বিহারের পূর্ণিয়া জেলাকেও মক ড্রিলের জন্য বেছে নেওয়া হয়েছিল। সেই মক ড্রিলের অংশ হতে সুশান্ত কুশওয়াহা বিয়েতে যাওয়া পিছিয়ে দেন। স্থির করেন বিয়ে করতে বার হওয়ার আগে তিনি মক ড্রিলে অংশ নেবেন।
সুশান্তের এই সিদ্ধান্তের ফলে তাঁর সন্ধেবেলা বিয়ে করতে যাওয়া পিছিয়ে যায়। মক ড্রিল শেষ হয়। তারপর তিনি বরের সাজ সেজে বাড়ি থেকে বার হন। পৌঁছন আরারিয়াতে। যেখানে কনেপক্ষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বরের।
মক ড্রিলে অংশ নিতে গিয়ে তাঁর বিয়ে করতে আসতে ২ ঘণ্টা দেরি হয়ে যায়। সুশান্ত অবশ্য স্পষ্ট করে দেন বিয়ে নয়, তাঁর কাছে দেশ আগে। তাই তিনি মক ড্রিলে অংশ নিয়ে তবেই বিয়ে করতে বার হয়েছেন।