National

গুগল ম্যাপ দেখে ভুল জায়গায় পৌঁছে গেলেন বর, অপেক্ষায় রইলেন কনে

কনে অপেক্ষায় রয়েছেন। লগ্ন বয়ে যাচ্ছে। অথচ বরের দেখা নেই। পরে জানা গেল গুগল ম্যাপ বরকে বহু দূরে অন্যত্র পাঠিয়ে দিয়েছে।

Published by
News Desk

কনের বাড়িতে বিয়ের আগে কথাবার্তা বলতে বরের বাড়ি থেকে লোকজন এসেছিলেন। কনের বাড়ি থেকে স্থির হয়েছিল বাড়িতে নয়, কাছের একটি মন্দিরে আয়োজন করা হবে বিয়ের। সেটা বরপক্ষ জানতেনও।

কিন্তু তাঁরা কনের বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরের সেই মন্দিরটি দেখতে যাননি। এরপর যেদিন বিয়ে সেদিন তো কনে তৈরি হয়ে বসে আছেন মন্দিরে। কন্যাপক্ষের সকলেও হাজির।

বিয়ে মানেই লগ্ন স্থির থাকে। সেই লগ্ন বয়ে যাচ্ছে। অথচ বরের দেখা নেই। চিন্তা বাড়তে থাকে কন্যাপক্ষের। বরপক্ষ যে এখানেই আসছেন, তাঁরা যে বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছেন, সবই কনের বাড়ির লোকজন জানতেন। শুধু এটা বুঝে উঠতে পারছিলেননা কেন এত দেরি হচ্ছে!

লগ্ন বয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বরপক্ষকে ফোন করেন কনের বাড়ির লোকজন। তাঁরা জানান গুগল ম্যাপে তাঁরা ওই মন্দিরের নাম দিয়ে লোকেশন দিয়েছিলেন। সেইমত গুগল ম্যাপ তাঁদের পৌঁছেও দিয়েছে।

কিন্তু এ মন্দিরে কোনও আয়োজন তাঁরা দেখতে পাচ্ছেন না। এসব শোনার পর বরের বাড়ির একজন বুঝতে পারেন কি হয়েছে। তিনি বরপক্ষকে জানান, একই নামের ভুলে গুগল রাস্তা দেখিয়ে অন্য একটি মন্দিরে নিয়ে চলে গেছে তাঁদের। যে মন্দিরটি ৭০ কিলোমিটার দূরে।

তাঁদের ফেরার রাস্তাও বলে দেন তিনি। কিন্তু সমস্যা হল লগ্ন। বর যতক্ষণে এসে পৌছবেন ততক্ষণে লগ্ন তো বয়ে যাবে। তখনই মন্দির কর্তৃপক্ষের একজন তাঁদের আশ্বস্ত করেন। জানান বর যখন এসে পৌঁছবেন তখনও শুভ সময় থাকবে। বিয়েতে অসুবিধা হবেনা।

ঘটনাটি ঘটেছে কেরালায়। কান্নুরের ইরিত্তিতে কিঝুর মহাবিষ্ণু মন্দিরে বিয়েটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই নামের অন্য একটি মন্দিরে নিয়ে চলে যায় গুগল ম্যাপ।

Share
Published by
News Desk